Italian cat lady: বিড়াল হতে চেয়ে মাথায় শিং যোনিতে দুল

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 19, 2023 | 6:34 PM

Italian cat lady: সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ ভাইরাল বিড়াল। বিড়াল হতে চেয়ে আজব কাণ্ড ঘটলেন এক ২২ বছরের তরুণী। ইতালীয় চিয়ারা দেল’আবেত নিজের শরীরে অস্ত্রোপচার করিয়ে বাদ দিয়েছেন স্তন বৃন্ত। ২০টি পরিবর্তন ঘটিয়েছেন তাঁর শরীরে তিনি।

সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ ভাইরাল বিড়াল। বিড়াল হতে চেয়ে আজব কাণ্ড ঘটলেন এক ২২ বছরের তরুণী। ইতালীয় চিয়ারা দেল’আবেত নিজের শরীরে অস্ত্রোপচার করিয়ে বাদ দিয়েছেন স্তন বৃন্ত। ২০টি পরিবর্তন ঘটিয়েছেন তাঁর শরীরে তিনি।

১১ বছর বয়স থেকে ‘ক্যাট লেডি’ হতে চেয়ে সারা শরীরে করেছেন ৭২ টি ছিদ্র। নাক, জিভ, ওপর ও নিচের ঠোঁটে ফুটো করেছেন। যোনিদ্বারের মুখেও ছিদ্র করে দুল পরেছেন চিয়ারা। ব্লেফারোপ্লাস্টি সার্জারি ওরে চোখের পাতা পাল্টে ফেলেছেন। যৌনাঙ্গে ৬টি পুঁতি, চোখের মণিতে ট্যাটু, মাথায় ৪টি শিং,চোখে স্থায়ী আইলাইনার, ধারালো নখ, সূঁচাল কানে তিনি যেন হয়ে উঠেছেন প্রকৃত ‘মার্জার কন্যা’। সারা শরীর জোড়া ট্যাটু। কপালের ট্যাটুতে দেখা যাচ্ছে ওম চিহ্ন। চিয়ারা বলছেন ‘কিছুটা হয়েছে আরও অনেক পরিবর্তন বাকি’। বিড়ালের মতো দাঁত ও ওপরের ঠোঁট পেতে চান তিনি। এসব করতে ব্যথা লাগে না? ইতালিয়ান মেয়ে বলছেন ‘ব্যথা এতদিনে সহ্য হয়ে গেছে’।

Published on: Nov 19, 2023 06:34 PM