ফের CEO দফতর অভিযান BLO-দের

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 23, 2025 | 11:30 PM

কথা বলতে চান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে। বিক্ষোভস্থল থেকেই এক বিএলও বলছেন, “আমরা দেখা করতে এলে বারবার আটকে দেওয়া হচ্ছে। কেন আটকাবে? আমরা কী ক্রিমিনাল? আমাদের দাবিটুকুও শুনতে চাইছে না। আমরা কি অপরাধী? কেন এইভাবে ব্যারিকেড দিয়ে আমাদের আটকানো হচ্ছে?” 

কলকাতা: ফের সিইও দফতরের সামনে তুমুল বিক্ষোভ তৃণমূলপন্থী বিএলও-দের। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। ব্যারিকেড ঠেলে এগনোর চেষ্টা। তাঁদের একটাই কথা, কাজের চাপ তাঁরা আন নিতে পারছেন না। কথা বলতে চান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে। বিক্ষোভস্থল থেকেই এক বিএলও বলছেন, “আমরা দেখা করতে এলে বারবার আটকে দেওয়া হচ্ছে। কেন আটকাবে? আমরা কী ক্রিমিনাল? আমাদের দাবিটুকুও শুনতে চাইছে না। আমরা কি অপরাধী? কেন এইভাবে ব্যারিকেড দিয়ে আমাদের আটকানো হচ্ছে?”