Shah Rukh Khan, Bollywood News: নিশানায় শাহরুখ খান, বাঁচতে গেলে দিতে হবে কোটি কোটি টাকা

TV9 Bangla Digital | Edited By: আসাদ মল্লিক

Nov 07, 2024 | 11:51 PM

SRK News: সলমন খানের পর এবার নিশানায় শাহরুখ খান। খুনের হুমকি দেওয়া হল কিং খানকে। বলিসূত্রে খবর কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির থেকে এসেছে হুমকি। ইতিমধ্যেই বান্দ্রা থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। শুরু হয়েছে তদন্ত। মুম্বই পুলিশ সূত্রে খবর, ছত্তীসগঢ় থেকে বাদশাকে হুমকি বার্তা পাঠানো হয়েছে। ইতিমধ্যেই মুম্বই পুলিশ পৌঁছে গিয়েছে রায়পুরে।

বিপদে শাহরুখ

সলমন খানের পর এবার নিশানায় শাহরুখ খান। খুনের হুমকি দেওয়া হল কিং খানকে। বলিসূত্রে খবর কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির থেকে এসেছে হুমকি। ইতিমধ্যেই বান্দ্রা থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। শুরু হয়েছে তদন্ত। মুম্বই পুলিশ সূত্রে খবর, ছত্তীসগঢ় থেকে বাদশাকে হুমকি বার্তা পাঠানো হয়েছে। ইতিমধ্যেই মুম্বই পুলিশ পৌঁছে গিয়েছে রায়পুরে।

জুটিতে অভিষেক-ঐশ্বর্য

তাঁদের বিয়ে ভাঙার গুঞ্জন যত দিন যাচ্ছে ততই জোড়াল হচ্ছে। অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক ভাঙার খবরে সরগর গোটা বলিউড। তবে এখনও মুখে কুলুপ তারকা দম্পতির। ‘রাবণ’-এর পর আবারও নাকি বড় পর্দায় জুটি বাঁধছেন ঐশ্বর্য এবং অভিষেক। পরিচালক নাকি মণি রত্নম। বলি সূত্রে খবর এমনটাই।

মা হচ্ছেন রাধিকা

জুলাই মাসে রাজকীয় ভাবে ছোট ছেলের বিয়ে দিয়েছেন ধনকুবের মুকেশ অম্বানি এবং নীতা অম্বানি। বিয়ের তিন মাস কাটতে না কাটতেই অম্বানি পরিবারের সুখবর। শোনা যাচ্ছে অম্বানি পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। খুব শীঘ্রই নাকি মা হতে চলেছেন ছোট বৌমা রাধিকা মার্চেন্ট। বাবা হবেন ছোট ছেলে অনন্ত অম্বানি। তবে মায়ানগরীর অন্দরের আলোচনা এই সবই রটনা।

অর্জুনের কঠিন রোগ

মালাইকা অরোরার সঙ্গে ৬ বছরের প্রেম সদ্য ভেঙছে অর্জুন কাপুরের। সে কথা নিজেই স্বীকার করে নিয়েছেন নায়ক জনসমক্ষে। গত ৬ বছর ধরে রেস্তরাঁয় খেতে যাওয়া হোক কিংবা যে কোনও অনুষ্ঠানে সর্বত্র তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। প্রেম ভাঙার পরেই নাকি ‘হাসিমোটো’ রোগে আক্রান্ত অর্জুন।

রাহার বার্থডে পার্টি

রণবীর-আলিয়ার নয়ণের মণি রাহা দু-বছর পূর্ণ করল বুধবার। মেয়ের জন্মদিনে আয়োজনের খামতি রাখেননি তারকা যুগল। মাসি পূজা ভাট খুদের জন্মদিনে কাপুর পরিবারের অন্দরের ঝলক শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গেল মেয়ের জন্য সাফারি-থিম পার্টির বন্দোবস্ত করেছিলেন রালিয়া।

আবার পর্দায় দেব শুভশ্রী?
একটা সময় দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মধ্যে সম্পর্ক ছিল গভীর। তবে তা এখন অতীত। বর্তমানে দুজনের মধ্যে বেড়েছে দূরত্ব। আবার কি একসঙ্গে কাজ করবেন তাঁরা? এবার মিলল সেই উত্তর, দেব বললেন, ‘ডিপেন্ড করছে….আসলে আমার আশেপাশের লোক এতটা বুঝে গেছে যে আমি করব না, তাই আমাকে অ্যাপ্রোচ করবে না।’

কবে মঞ্চে জয়-লোপা?
সেপ্টেম্বর মাসে আরজি কর কাণ্ডের জেরে কনসার্ট াতিল করেছিলেন লোপামুদ্রা মিত্র ও জয় সরকার। এবার নভেম্বরে ফিরছে সেই শো। বুধবারে করলেন কনসার্টের তারিখ আর সময় ঘোষণা। লিখলেন, ‘আমরা আসছি আমাদের গানের গাড়ি নিয়ে। আগামী ২৯ নভেম্বর,২০২৪। বিড়লা সভাঘর। সন্ধ্যে ৬.৩০ টা।’

স্ত্রীকে চোখে চোখে রাখছেন কাঞ্চন
গত ২রা নভেম্বরে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী চট্টরাজ। মেয়ে হওয়ার পর মাতৃত্ব নিয়ে খুল্লমখুল্লা শ্রীময়ী। মেয়ের বয়স সবে ৫ দিন। বুধবারই কৃষভির প্রথম ঝলক ভাগ করে নিয়েছিলেন কাঞ্চন-ঘরণী। আর এবার স্বামী-স্ত্রীর আবেগঘন এক মুহূর্ত প্রকাশ্যে আনলেন। সারাক্ষণ বউ-মেয়েকে আগলে রাখছেন কাঞ্চন।খাইয়েও দিচ্ছেন শ্রীময়ী চট্টোরাজকে।

সলমনকে হুমকি দিয়ে বিপত্তিতে যুবক

বলিউড অভিনেতা সলমন খানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজস্থানের ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে বুধবার কর্ণাটক থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং মহারাষ্ট্র পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত ভিখা রাম, যিনি বিক্রম নামেও পরিচিত। জানা যাচ্ছে তিনি রাজস্থানের জালোরের বাসিন্দা।

Published on: Nov 07, 2024 11:50 PM