Stock Market: বিএসই ব্যাঙ্কেক্স বেড়েছে ১,৪৬৪ পয়েন্ট, ১৯০০ পয়েন্ট বেড়েছে নিফটি নেক্সট ৫০

Apr 16, 2025 | 12:25 AM

Share Market: আজ চড়চড়িয়ে বেড়েছে বাজার। ১,৩৭৭ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাংক। বিএসই ব্যাঙ্কেক্স বেড়েছে ১,৪৬৪ পয়েন্ট। ১,৯০০ পয়েন্ট বেড়েছে নিফটি নেক্সট ৫০। বিএসই স্মলক্যাপ বেড়েছে ১,৪৭১ পয়েন্ট।

আজ ১৫ এপ্রিল ৫০০ পয়েন্ট বেড়েছে দেশের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। ১,৫৭৭ পয়েন্ট বেড়েছে দেশের আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স। এ ছাড়াও বেড়েছে দেশের আরও অনেক সূচক।

আজ চড়চড়িয়ে বেড়েছে বাজার। ১,৩৭৭ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাংক। বিএসই ব্যাঙ্কেক্স বেড়েছে ১,৪৬৪ পয়েন্ট। ১,৯০০ পয়েন্ট বেড়েছে নিফটি নেক্সট ৫০। বিএসই স্মলক্যাপ বেড়েছে ১,৪৭১ পয়েন্ট।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।