Loading video

China-Japan Stock Market News: ভারতের পৌষমাসে ধাক্কা খাচ্ছে চিন, জাপান!

Mar 21, 2025 | 7:27 PM

China-Japan: ভারতের বাজারের এই ভাল সময়ে ধাক্কা খাচ্ছে বিভিন্ন বৈদেশিক সূচক। ৭৪ পয়েন্ট পড়েছে জাপানের সূচক নিক্কেই। ৫৩০ পয়েন্ট পড়েছে চিনা সূচক হ্যাংসেং।

গত ১ সপ্তাহ ধরে ক্রমাগত বাড়ছে ভারতের শেয়ার বাজারের সূচক। আজ ১৫৯ পয়েন্ট বেড়েছে ২৩,৩৫০-এ পৌঁছে গিয়েছে নিফটি ৫০। দেশের আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স আজ বেড়েছে ৫৫৭ পয়েন্ট।

ভারতের বাজারের এই ভাল সময়ে ধাক্কা খাচ্ছে বিভিন্ন বৈদেশিক সূচক। ৭৪ পয়েন্ট পড়েছে জাপানের সূচক নিক্কেই। ৫৩০ পয়েন্ট পড়েছে চিনা সূচক হ্যাংসেং।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।