Chinsurah Bhai Phota 2023: সাফাইকর্মীদের জন্য ভাইফোঁটা

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Nov 15, 2023 | 2:09 PM

চুঁচুড়া রথতলা অঞ্চলের বাসিন্দা নৃত্যশিল্পী মৈত্রী দে সিংহের নিজের কোন ভাই নেই। ভাইফোঁটায় ফোঁটা দিতে পারেন না। মনের আক্ষেপ ছিল। এবার সাফাই কর্মীদের ভাইফোঁটা দিয়ে সেই আক্ষেপ দূর করলেন।

চুঁচুড়া রথতলা অঞ্চলের বাসিন্দা নৃত্যশিল্পী মৈত্রী দে সিংহের নিজের কোন ভাই নেই।ভাইফোঁটায় ফোঁটা দিতে পারেন না।মনের আক্ষেপ ছিল।সাফাই কর্মিদের ভাইফোঁটা দিয়ে সেই আক্ষেপ দূর করলেন।প্রথমবার ফোঁটা পেয়ে আপ্লুত ভাইয়েরা।

হুগলি চুঁচুড়া পুরসভার সাফাই কর্মি আমজাদ সেখ ও মনোতোষ হরিজন।প্রতিদিন সকালে বাড়ি বাড়ি জঞ্জাল সংগ্রহ করেন।হুগলি চুঁচুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে বাড়ি মৈত্রীর।তার বাড়িতেও আসেন সাফাই কর্মিরা।বাঁশি বাজিয়ে দিদি বলে ডাক দেয় কাক ভোরে।সারা বছর তাদের কাজে বাড়ি বাড়ি যেতে হয়।তবে মৈত্রীর সঙ্গে একটা ভাই বোনের সম্পর্ক হয়ে গেছে।নিজের ভাই নেই তো কি আমজাদ মনোতোষরাই তার ভাই মনে করেন মৈত্রী।তারা সমাজকে পরিচ্ছন্ন রাখে।

আজ তাদের কপালে নিজের হাতে চন্দনের ফোঁটা দিয়ে,মঙ্গল শঙ্খের ধোনি আর মিস্টি মুখ করিয়ে ভাইফোঁটা উদযাপন করলেন মৈত্রী দে সিংহ।আর এই জীবনে প্রথমবার ভাই ফোঁটা পেয়ে আপ্লুত সাফাই কর্মচারী ভাই আমজাদ শেখ এবং মনোতোষ হরিজন।তারাও দিদির মঙ্গল কামনা করেন।আর দিদি মৈত্রী দে সিংহ তার এই সাফাই কর্মচারী ভাইদের মঙ্গল কামনা করেন।ভাইয়ের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় ভাইফোঁটা চলছে সকাল থেকে।।

Published on: Nov 15, 2023 02:07 PM