Life Of A Doctor: সত্য ঘটনা অবলম্বনে লেখা বই

rahul Sadhukhan |

Jan 08, 2024 | 6:17 PM

সত্য ঘটনা অবলম্বনে লেখা বই। চিকিৎসক ডাঃ অমিতাভ চন্দ তাঁর জীবনের আশ্চর্যজনক কাহিনী নিয়ে লিখেছেন বই 'নিউরো সার্জেনের ডায়রি'। এই বই পড়লে ভয় কাটবে। কী আছে এই বইয়ে? দেখুন ভিডিয়ো।

Follow Us

নিউরো সার্জেন। শাস্ত্র চর্চাও করেন। সঙ্গে লেখালেখির নিয়মিত চর্চা আছে । ডাক্তার অমিতাভ চন্দ তাঁর জীবনের আশ্চর্যজনক কাহিনী গুলো বেছে বেছে লিখেছেন। নিউরো সার্জেনের ডায়রি। বই পড়লে ভয় কাটবে। শাস্ত্র চর্চা করেন তাই উঠে এল ভারতের প্রাচীন চিকিৎসার কথাও। চড়ক সুশ্রুত নিয়ে যা বললেন চমকে যাবেন।

এই বইটা পড়লে বুঝতে পারবেন আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। এখানে রয়েছে বিভিন্ন কেস হিস্ট্রি। একজন ডাক্তারকে কতটা সমস্যায় পড়তে হয় সেই ব্যাপারেও লেখা আছে এখানে। রোগীকে বাঁচানোর ডাক্তারের কাজ। অনেক রোগে এসেছিলেন তাদের খারাপ অবস্থান নিয়ে। তাদেরকে সুস্থ করা খুবই কঠিন কাজ ছিল। কিভাবে সেই রোগীদের ডাক্তারবাবু বাঁচালেন তার অভিজ্ঞতাও রয়েছে এই বইতে। সেই রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।

এই বইয়ে সব কথা লেখা হয়নি। আরও মন ভাল করা সত্য কাহিনী আছে। জানাচ্ছেন ডাক্তার লেখক।

নিউরো সার্জেন। শাস্ত্র চর্চাও করেন। সঙ্গে লেখালেখির নিয়মিত চর্চা আছে । ডাক্তার অমিতাভ চন্দ তাঁর জীবনের আশ্চর্যজনক কাহিনী গুলো বেছে বেছে লিখেছেন। নিউরো সার্জেনের ডায়রি। বই পড়লে ভয় কাটবে। শাস্ত্র চর্চা করেন তাই উঠে এল ভারতের প্রাচীন চিকিৎসার কথাও। চড়ক সুশ্রুত নিয়ে যা বললেন চমকে যাবেন।

এই বইটা পড়লে বুঝতে পারবেন আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। এখানে রয়েছে বিভিন্ন কেস হিস্ট্রি। একজন ডাক্তারকে কতটা সমস্যায় পড়তে হয় সেই ব্যাপারেও লেখা আছে এখানে। রোগীকে বাঁচানোর ডাক্তারের কাজ। অনেক রোগে এসেছিলেন তাদের খারাপ অবস্থান নিয়ে। তাদেরকে সুস্থ করা খুবই কঠিন কাজ ছিল। কিভাবে সেই রোগীদের ডাক্তারবাবু বাঁচালেন তার অভিজ্ঞতাও রয়েছে এই বইতে। সেই রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।

এই বইয়ে সব কথা লেখা হয়নি। আরও মন ভাল করা সত্য কাহিনী আছে। জানাচ্ছেন ডাক্তার লেখক।

Next Video