Dubai Luxury Villas For Sale: দুবাইয়ে এমিরেটস হিলস এলাকাতে বিক্রি হবে বিলাসবহুল বাড়ি

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jun 28, 2023 | 8:37 PM

মার্বেল প্রাসাদ বানাতে সময় লেগেছে ১২ বছর। এই বাড়িটি তৈরি করতে জায়গা লেগেছে ৬০ হাজার বর্গফুট। ৫টি শোয়ার ঘর রয়েছে মার্বেল প্রাসাদে। প্রতিটি শোয়ার ঘরে ৪ হাজার বর্গফুট জায়গা আছে। বাড়িটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১৬৭৩ কোটি টাকা।

দুবাইয়ে এমিরেটস হিলস এলাকাতে বিক্রি হবে বিলাসবহুল বাড়ি। এই বাড়িটি মার্বেল প্রাসাদ নামে পরিচিত। ইটালিয়ান মার্বেল দিয়ে তৈরি হয়েছে বাড়িটি। মার্বেল প্রাসাদ বানাতে সময় লেগেছে ১২ বছর। এই বাড়িটি তৈরি করতে জায়গা লেগেছে ৬০ হাজার বর্গফুট। ৫টি শোয়ার ঘর রয়েছে মার্বেল প্রাসাদে। প্রতিটি শোয়ার ঘরে ৪ হাজার বর্গফুট জায়গা আছে। বাড়িটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১৬৭৩ কোটি টাকা।
মার্বেল প্রাসাদে ১৫টি গাড়ি রাখার জায়গা আছে। শৌচাগার আছে ১৯টি। গম্বুজ আকারের ২টি অ্যাকোরিয়াম আছে। সেই অ্যাকোরিয়ামের জল ধারণ ক্ষমতা ৮০ হাজার লিটার। গল্ফ খেলার জন্য একটি জায়গাও আছে। অনেক পুরনো দিনের আসবাবপত্রও আছে মার্বেল প্রাসাদে।
বাড়ি কেনার জন্য অনেকে ইচ্ছে প্রকাশ করেছেন। বিশ্বের ১০ জন ধনী ব্যক্তি কিনতে চেয়েছেন এই বাড়িটি। সেই ১০ জনের মধ্যে একজন ভারতীয় ব্যক্তিও আছেন সেই তালিকায়। সেই ভারতীয় ব্যক্তির ৩টি সম্পত্তিও আছে এমিরেটস হিলসে।