Jalpaiguri Flood News: বন্যা, তার উপর ঢুকছে হাতি

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 05, 2023 | 6:42 PM

গতকাল তিস্তায় অস্বাভাবিক পরিমান জল বেড়ে যাওয়ায় নদী পেরিয়ে আর বৈকন্ঠপুর জঙ্গলে ফিরতে পারেনি প্রায় ৭০/৮০ টি হাতির একটি দল। দিনভর তিস্তা চড় এলাকায় থেকে সন্ধ্যার পর তারা চলে আসে জলপাইগুড়ি শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে থাকা পাতকাটা গ্রামপঞ্চায়েতের ঠেঙি পাড়া এলাকায়।

গতকাল তিস্তায় অস্বাভাবিক পরিমান জল বেড়ে যাওয়ায় নদী পেরিয়ে আর বৈকন্ঠপুর জঙ্গলে ফিরতে পারেনি প্রায় ৭০/৮০ টি হাতির একটি দল। দিনভর তিস্তা চড় এলাকায় থেকে সন্ধ্যার পর তারা চলে আসে জলপাইগুড়ি শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে থাকা পাতকাটা গ্রামপঞ্চায়েতের ঠেঙি পাড়া এলাকায়।বড়সড় হাতির দল গ্রামে এসেছে এই খবর পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ। খবর পেয়ে ছুটে যান বৈকন্ঠপুর বনবিভাগের কর্মীরা।

রাতভর পটকা ফাটিয়ে এলাকা পাহাড়া দেওয়ার পাশাপাশি হাতি গুলিকে ড্রাইভ করে তিস্তার দিকে নিয়ে যান।আজ সকালে হাতির দলটি বসুনিয়া পাড়া এলাকায় রয়েছে। যে কোনও সময় তারা ফের জলপাইগুড়ির দিকে আসতে পারে। যাতে শহরের দিকে না আসে তার জন্য নজরদারি চালাচ্ছেন বন কর্মীরা।বনকর্মী জ্যোতি দাস জানান দলে ৮০ টি হাতি রয়েছে। তিস্তার জল বাড়ায় নদী পেরিয়ে আর বৈকন্ঠপুর জঙ্গলে ফিরতে না পেরে জলপাইগুড়ির দিকে চলে এসেছে। আমরা পাহাড়ায় আছি। প্রয়োজনে এদের ড্রাইভ করে নিয়ে যাবো।

Narayangarh News: চলন্ত বাস ভস্মীভূত
Nadia News: বৃষ্টিতে বাড়ি ধসে…
Narayangarh News: চলন্ত বাস ভস্মীভূত
Nadia News: বৃষ্টিতে বাড়ি ধসে…