Liquor Price: মদের দাম কমাতে মুখ্যমন্ত্রীকে ই-মেল সুরাপ্রেমীদের!
মদের দাম কর্নাটকে বেড়েই চলেছে। এই ভাবে মদের দাম বেড়ে যাওয়ায় রাগ করেছেন সুরাপ্রেমীরা। এমনকি সুরাপ্রেমীরা একটি ইমেল পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে। তাঁরা দাবি করেন, মদের দাম যাতে কমানো হয়। তাঁদের সমস্যার কথা সরকারের ভাবা উচিত।
মদের দাম কর্নাটকে বেড়েই চলেছে। এই ভাবে মদের দাম বেড়ে যাওয়ায় রাগ করেছেন সুরাপ্রেমীরা। এমনকি সুরাপ্রেমীরা একটি ইমেল পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে। তাঁরা দাবি করেন, মদের দাম যাতে কমানো হয়। তাঁদের সমস্যার কথা সরকারের ভাবা উচিত। কর্নাটকের বেশিভাগ মানুষই মদ্যপান করে। মদ্যপান ছাড়া একটা দিন কাটানো তাঁদের চিন্তার বিষয়। বিভিন্ন উৎসব-অনুষ্ঠানেও মদ্যপান করা হয়। সব থেকে বেশি বিক্রি হয় হুইস্কি, বিয়ার ও ভদকা। মদের ওপরে কর বেড়ে যাওয়ায় মদের দাম অনেকটাই বেড়ে যায়। সরকারের অনেক রাজস্ব আসে এই মদ বিক্রি থেকে। সুরাপ্রেমীরা একটি ফোরাম তৈরি করেছেন। তাঁরা বলেছেন, ভারতে তৈরি বিদেশী মদের দাম যাতে না বাড়ানো হয়। মদের দাম বাড়লে মধ্যবিত্তের সমস্যা বাড়বে।