Bangladesh Economic Crisis: জ্বালানির লাগামছাড়া মূল্যবৃদ্ধি, রাজপথে বিক্ষোভ, শ্রীলঙ্কার পথে বাংলাদেশও?
হু হু করে দাম বাড়ছে জ্বালানির। ৫০ শতাংশ বেড়েছে বাস ভাড়াও। ফুঁসতে শুরু করেছে বাংলাদেশের জনতা। ঢাকার রাজপথে ফিরল শ্রীলঙ্কার ছবি।
ঢাকা (বাংলাদেশ): শ্রীলঙ্কার স্মৃতি ফেরাচ্ছে বাংলাদেশ। হু হু করে দাম বাড়ছে জ্বালানির। ৫০ শতাংশ বেড়েছে বাস ভাড়াও। ফুঁসতে শুরু করেছে বাংলাদেশের জনতা। তাল ঠুকছে বিরোধীরাও।
কিছুদিন আগে জনরোষে কার্যত ছারখার হয়ে গিয়েছিল দ্বীপরাষ্ট্র। সরকারের বিরুদ্ধে পথে নেমেছিলেন সাধারণ মানুষ। শ্রীলঙ্কার সংকটের আঁচ পাওয়া গিয়েছিল জ্বালানির অভাব ও মূল্যবৃদ্ধি থেকে। এবার ঠিক একই ছবি ভারতের আরও এক প্রতিবেশী বাংলাদেশও। ঢাকার রাজপথে ফিরল শ্রীলঙ্কার ছবি।
বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় রাখতে গিয়ে গত ৫ অগস্ট সমস্ত ধরনের জ্বালানি তেলের দাম ব্যাপক হারে বাড়িয়েছে শেখ হাসিনার সরকার। বাংলাদেশে এখন পেট্রোল ১৩০ টাকা প্রতি লিটার। ফলে একলাফে অনেকটাই বেড়েছে পরিবহণ খরচ। ২০ টাকা পর্যন্ত বেড়েছে বাসভাড়া। তারপরও খরচ না পোষানোয় রাস্তায় নামছে না বেশিরভাগ যানবাহন।
এই পরিস্থিতিতে বাংলাদেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে গণবিক্ষোভ। রাজধানী ঢাকার পাশাপাশি বিক্ষোভের আঁচ ছড়িয়ে গিয়েছে বাংলাদেশের একাধিক শহরেও।