Bird Water Pollution: পাখিদের পেটে আর রক্তে প্লাস্টিক!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 09, 2023 | 3:10 PM

আমাদের কৃতকর্মের ফল ভগ করছে কিছু অবলা পশুপাখি! সমুদ্রের প্লাস্টিক দূষণের সবচেয়ে খারাপ প্রভাব পড়েছে পেট্রেল প্রজাতির পরিযায়ী পাখিদের ওপরে।

এগুলো সমুদ্র দূষণের প্রভাব। কী মনে হচ্ছে এগুলো দেখে? আমাদের কৃতকর্মের ফল ভগ করছে কিছু অবলা পশুপাখি! সমুদ্রের প্লাস্টিক দূষণের সবচেয়ে খারাপ প্রভাব পড়েছে পেট্রেল প্রজাতির পরিযায়ী পাখিদের ওপরে। এই পেট্রেল সামুদ্রিক বাস্তুতন্ত্র বজায় রাখে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকদল ৭,১৩৭ টি পাখিকে নিরীক্ষণ করেছে। প্লাস্টিক দূষকে নষ্ট হচ্ছে পেট্রেলের খাদ্য, বাসস্থান, অস্তিত্ব। বিলুপ্তির প্রহর গুনছে পেট্রেল প্রজাতি। দূষকের বেশির ভাগ আসে জাহাজ এবং শিল্পাঞ্চল থেকে। সারা দুনিয়া জুড়ে প্রায় ৫১ ধরনের পেট্রেল প্রজাতির পাখি রয়েছে। তারা সবাই দূষণের প্রভাবে বিপন্নতার মুখোমুখি। অনেক পাখি খাবার ভেবে জলের প্লস্টিক খেয়ে ফেলছে। শরীরে সেই প্লস্টিক ঢুকে মমি হয়ে যাচ্ছে সামুদ্রিক পাখি। আর যারা বেঁচে থাকছে তাদের পাকস্থলীতে জমা হচ্ছে প্লাস্টিক। মাইক্রোপ্লাস্টিক মিশে যাচ্ছে পাখিদের রক্তস্রোতে। বিষাক্ত জল আর জলে ভাসমান দূষক পাখিদের খাদ্যাভ্যাসে বদল আনছে। বিজ্ঞানীরা বলছেন এমন চললে চিরতরে হারিয়ে যাবে এই বিহঙ্গকুল।