Aadhar-Ration Link: বাড়ল আধারে রেশন কার্ড লিঙ্কের সময়

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Jul 09, 2023 | 3:23 PM

আধার কার্ড ও রেশন কার্ডের সংযুক্তির শেষ তারিখ বাড়ানো হল। এতদিন এই সংযুক্তির শেষ তারিখ ছিল ৩০ জুন। সেই সময়সীমা বাড়িয়ে করা হল ৩০ সেপ্টেম্বর। খাদ্যশস্য গণ বণ্টনের ব্যবস্থা রেশন। রেশন কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করানোর বেশ কিছু সুবিধা আছে।

আধার কার্ড ও রেশন কার্ডের সংযুক্তির শেষ তারিখ বাড়ানো হল। এতদিন এই সংযুক্তির শেষ তারিখ ছিল ৩০ জুন। সেই সময়সীমা বাড়িয়ে করা হল ৩০ সেপ্টেম্বর। খাদ্যশস্য গণ বণ্টনের ব্যবস্থা রেশন। রেশন কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করানোর বেশ কিছু সুবিধা আছে। এতে রেশন কার্ডের অবৈধ বা অনৈতিক ব্যবহার আটকানো যায়। আধার ও রেশন কার্ডের সংযুক্তি হলে ২টি স্কিমের সুবিধা পাওয়া যায়। প্রায়োরিটি হাউসহোল্ড স্কিম ও অন্তোদয় অন্ন যোজনা। দরিদ্র মানুষজন এই যোজনায় খাদ্য সুরক্ষা পান। রেশন কার্ড আধার সংযুক্ত না হলে এই ২টি স্কিম পাওয়া যাবে না। আধার সংযুক্ত রেশন কার্ড থাকলে কেউ অবৈধ ভাবে ভর্তুকিযুক্ত খাবার নিতে গেলে ধরা পড়ে যাবেন। কীভাবে আধারের সঙ্গে রেশন কার্ড সংযুক্ত করবেন? প্রথমে লাগবে ডিজিটাল রেশন কার্ড। এরপর food.wb.gov.in এ যেতে হবে। মোবাইল নম্বর দিয়ে আধার ও রেশন কার্ড নম্বর লিখতে হবে। তারপর ক্লিক করতে হবে কন্টিনিউ। ফোনে আসবে একটি ওটিপি। সেই ওটিপি দিয়ে দিতে হবে। ব্যাস হয়ে যাবে আধার ও রেশন কার্ড লিঙ্ক।