Jupiter3 Satellite: বিমানে ইন্টারনেট দেবে মাস্কের স্যাটেলাইট
চোখে মহাকাশ জয়ের স্বপ্ন এলন মাস্কের স্পেস এক্সের। জুপিটার থ্রি নামক এই স্যাটেলাইট বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম উপগ্রহ। ফ্লোরিডা থেকে উৎক্ষেপিত এই স্যাটেলাইট। ড্রোন শিপ ল্যান্ডিং এর বিকল্প পদ্ধতিতে এই স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছে।
চোখে মহাকাশ জয়ের স্বপ্ন এলন মাস্কের স্পেস এক্সের। জুপিটার থ্রি নামক এই স্যাটেলাইট বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম উপগ্রহ। ফ্লোরিডা থেকে উৎক্ষেপিত এই স্যাটেলাইট। ড্রোন শিপ ল্যান্ডিং এর বিকল্প পদ্ধতিতে এই স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছে। জুপিটার থ্রি তৈরি করেছে ক্যালিফোর্নিয়ার ম্যাক্সার টেকনলজি। কেবল আকার নয় কার্যক্ষমতা প্রসঙ্গেও আলোচনার কেন্দ্রে জুপিটার থ্রি। বিমানের মধ্যে ওয়াই ফাই পরিষেবা দেবে এই কৃত্রিম উপগ্রহ। উত্তর ও দক্ষিণ আমেরিকায় ওয়াই ফাই পরিষেবাকে ব্যপক সুবিধা দিতে চলেছে জুপিটার থ্রি। এলন মাস্কের কোম্পানি স্টারলিঙ্ক কাজ করে মোবাইল ইন্টারনেট প্রযুক্তি নিয়ে। কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এলন মাস্কের সাক্ষাৎ হয়। ভারতে স্টারলিঙ্ক চালু করার বিষয়ে আগ্রহী এলন মাস্ক। ভারতের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেবে স্টারলিঙ্ক। এই মর্মে একটি অনুমতির আবেদনও করেছে স্টারলিঙ্ক। মোবাইলে স্যাটেলাইট কলের পরিষেবা আনার বিষয়েও চিন্তা ভাবনা করছে স্টারলিঙ্ক।