Citizenship News: সহজে পাবেন না নাগরিকত্ব

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 24, 2023 | 11:44 AM

অনেকেই দেশ ছেড়ে অন্য দেশে পাকাপাকি ভাবে বসবাস করেন। নাগরিকত্ব নেন অন্য দেশের। বিভিন্ন দেশের নাগরিকত্ব পাবার মাপকাঠি বিভিন্ন হয়। নাগরিকত্বের আবেদনকারীকে পূরণ করতে হয় সেসব মাপকাঠি। মার্কিন মুলুক, কানাডা, ইউরোপ আর আফ্রিকার বহু দেশে বাস করেন অন্য দেশের মানুষজন। তবে বিশ্বের বেশ কিছু দেশ আছে যেখানকার নাগরিকত্ব সহজে পাওয়া যায় না।

অনেকেই দেশ ছেড়ে অন্য দেশে পাকাপাকি ভাবে বসবাস করেন। নাগরিকত্ব নেন অন্য দেশের। বিভিন্ন দেশের নাগরিকত্ব পাবার মাপকাঠি বিভিন্ন হয়। নাগরিকত্বের আবেদনকারীকে পূরণ করতে হয় সেসব মাপকাঠি। মার্কিন মুলুক, কানাডা, ইউরোপ আর আফ্রিকার বহু দেশে বাস করেন অন্য দেশের মানুষজন। তবে বিশ্বের বেশ কিছু দেশ আছে যেখানকার নাগরিকত্ব সহজে পাওয়া যায় না। ভ্যাটিকান সিটির নাগরিকত্ব পাওয়া সহজ নয়। পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্রের নাগরিক হতে ক্যাথলিক কার্ডিনাল হতেই হবে। আবেদন করতে হবে চার্চ প্রশাসনের কাছে। এই দেশের নাগরিক সংখ্যা মাত্র ৪৫০জন।

অস্ট্রিয়ায় নাগরিকত্ব পেতে প্রচুর শর্ত পূরণ করতে হয়। জার্মান জানতে হবে। অন্য দেশের নাগরিকত্ব ছাড়তে হবে। অস্ট্রিয়া প্রশাসনের তালিকায়ভূক্ত ১১টি পেশার মধ্যে একটিতে শীর্ষস্থানীয় যোগ্যতা থাকতে হবে। ভারতের প্রতিবেশী রাষ্ট্র ভুটানের নাগরিকত্বও সহজ নয়। আবেদনকারীর বাবা ও মাকে ভুটানি হতে হবে। যাঁদের পিতামাতার ১ জন ভুটানি অন্যজন বিদেশি। তাঁদের নাগরিকত্ব পেতে ১৫ বছর অপেক্ষা করতে হবে। অ ভুটানিরা ২০ বছর বসবাস ও ১৫ বছর সরকারের কাজ করলে নাগরিকত্বের আবেদন করতে পারেন।

জনসংখ্যায় বিশ্বে দ্বিতীয় চিন। এখানে প্রতি ১০ কোটি নাগরিকত্বের আবেদনের ৯৪১ টি অনুমোদন পায়। বিদেশিদের চিনা আত্মীয় থাকলে অগ্রাধিকার। স্থায়ীভাবে চিনে বাস করলে কিছুটা বাড়তি সুবিধা। আর নাগরিকত্বের অন্য বৈধ কারণ থাকলে তবেই পাওয়া যায় নাগরিকত্ব। ৮ বছর জার্মানিতে থাকলে তারপর নাগরিকত্বের আবেদন করা যায়। জানতে হবে জার্মান ভাষা। থাকতে হবে জার্মান সমাজ ও রাজনৈতিক ব্যবস্থার জ্ঞান। অন্য নাগরিকত্ব ছাড়তে হবে। জাপানের নাগরিকত্বের জন্য অন্য নাগরিকত্ব ছাড়তে হবে। জাপানে ৫ বছর থাকার পরে আবেদন করা যাবে নাগরিকত্বের জন্য। তারপর স্কুটিনি ও ইন্টারভিউ দিয়ে পেতে হয় জাপানের নাগরিকত্ব।