E-Bike Insurance: এভাবে ই বাইক চালালে ৪,০০০ জরিমানা

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 24, 2023 | 11:32 AM

দিল্লি হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা হয় বৈদ্যুতিক ২ চাকা বাহনের বিমা ও হেলমেটের প্রয়োজনীয়তা প্রসঙ্গে। সেই মামলার রায় দিল বিচারপতি সতিশ চন্দ্র শর্মা ও বিচারপতি সুব্রমনিয়াম প্রসাদের ডিভিশন বেঞ্চ।

দিল্লি হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা হয় বৈদ্যুতিক ২ চাকা বাহনের বিমা ও হেলমেটের প্রয়োজনীয়তা প্রসঙ্গে। সেই মামলার রায় দিল বিচারপতি সতিশ চন্দ্র শর্মা ও বিচারপতি সুব্রমনিয়াম প্রসাদের ডিভিশন বেঞ্চ। হাই কোর্ট জানাচ্ছে ১৯৮৮ মোটর ভেহিকেল অ্যাক্ট ও ১৯৮৯ সেন্ট্রাল মোটর ভেহিকেল অ্যাক্টের আওতায় পড়বে ই বাইক ও ই স্কুটি।

বিমা বিহীন ইলেকট্রিক বাইক ও স্কুটি চালালে তা দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হবে। এই পিআইএলে হেলমেট পরা বাধ্যতামূলক করার পক্ষে নির্দেশ চাওয়া হয়। দিল্লি উচ্চ ন্যায়ালয় ওই আবেদন খারিজ করে। মামলায় পেশ করা দাবির স্বপক্ষে প্রমাণের অভাবে। আদালত জানায় সুরক্ষা সরঞ্জাম, হেলমেট ও বিমা বাধ্যতামূলক । হেলমেট না থাকলে জরিমানার অঙ্ক ১,০০০ টাকা। বিমা বিহীন ইলেকট্রিক বাইকের জরিমানা। প্রথমবার অপরাধে ২,০০০ টাকা বা ৩ মাসের কারাবাস। দ্বিতীয়বার একই অপরাধে ৪,০০০ টাকার জরিমানা।

Published on: Sep 24, 2023 11:31 AM
Indian Railway News: কে নিয়ন্ত্রণ করে ট্রেনের গতি?
Citizenship News: সহজে পাবেন না নাগরিকত্ব
Indian Railway News: কে নিয়ন্ত্রণ করে ট্রেনের গতি?
Citizenship News: সহজে পাবেন না নাগরিকত্ব