Gmail Blue Tick: এবার জিমেলে ব্লু টিক
গুগল তার ইউজারদের এবার ব্লু টিক অপশন দিচ্ছে । BIMI বা ব্র্যান্ড ইন্ডিকেটর্স ফর মেসেজ আইডেন্টিফিকেশনের জন্য যে সব Gmail ইউজার ভেরিফাই করবেন। তাঁরা এই ব্লু টিক পরিষেবা ব্যবহার করতে পারবেন। প্রাথমিক ভাবে জিমেল মূলত ব্লু টিক অফার করবে বিভিন্ন ব্র্যান্ডকে
মেটা ও টুইটারের মত ব্লু টিক ভেরিফিকেশন এবার জিমেলে। গুগল তার ইউজারদের এবার ব্লু টিক অপশন দিচ্ছে । BIMI বা ব্র্যান্ড ইন্ডিকেটর্স ফর মেসেজ আইডেন্টিফিকেশনের জন্য যে সব Gmail ইউজার ভেরিফাই করবেন। তাঁরা এই ব্লু টিক পরিষেবা ব্যবহার করতে পারবেন। প্রাথমিক ভাবে জিমেল মূলত ব্লু টিক অফার করবে বিভিন্ন ব্র্যান্ডকে। ব্র্যান্ডের লোগো ভেরিফাই করতে হবে BIMI প্ল্যাটফর্ম থেকে। তারপরেই প্রোফাইলে ব্লু চেকমার্ক ব্যবহার করতে পারবেন। Google-এর অফিসিয়াল ব্লগ অনুযায়ী, নতুন ফিচারটি আসল প্রোফাইল ব্যবহারকারীদের আলাদা করে সনাক্ত করবে। আগামী তিন দিনের মধ্যে বড় ব্র্যান্ডগুলির কাছেও পৌঁছে যাবে। Google বলছে, প্রতিটি গুগল ওয়ার্কস্পেস কাস্টমার ও গুগল অ্যাকাউন্টধারী সকলে এই ব্লু চেকমার্ক ব্যবহার করতে পারবেন। BIMI-তে কোনও লোগো ভেরিফাই করতে সেখানে একটি অ্যাকাউন্ট করতে হবে। তার জন্য দরকার হবে ডোমেইন তথ্য। তারপরে SVG ফর্ম্যাটে ব্র্যান্ড লোগো আপলোড করতে হবে এবং ট্রেডমার্ক হিসেবে রেজিস্টার করতে হবে। এই সব কিছু হলেই ব্লু চেকমার্কের জন্য ভেরিফায়েড মার্ক সার্টিফিকেটে অ্যাপ্লাই করা যাবে । এরপর জিমেল ব্র্যান্ড লোগোর পাশেই থাকবে ব্লু টিক ।