Cyber Fraud: ফোনে প্রতারণার নতুন ছক

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 18, 2023 | 1:14 PM

জিও, এয়ারটেল ও ট্রু কলার সাবধান করেছে এক নতুন জালিয়াতি সম্পর্কে। সাইবার জালিয়াতরা এখন নতুনভাবে মানুষকে প্রতারণা করছে। তারা মোবাইল নেটওয়ার্ক অপারেটরের কর্মীর ছদ্মবেশে ফোন করছে। ফোনে জানতে চাওয়া হচ্ছে গ্রাহকের অ্যাকাউন্টে সমস্যা আছে কিনা । তারপর তারা হ্যাকিং থেকে বাঁচতে 401 নম্বরে কল করে কল ফরোয়ার্ডিং অ্যাক্টিভেট করতে বলছে।

জিও, এয়ারটেল ও ট্রু কলার সাবধান করেছে এক নতুন জালিয়াতি সম্পর্কে। সাইবার জালিয়াতরা এখন নতুনভাবে মানুষকে প্রতারণা করছে। তারা মোবাইল নেটওয়ার্ক অপারেটরের কর্মীর ছদ্মবেশে ফোন করছে। ফোনে জানতে চাওয়া হচ্ছে গ্রাহকের অ্যাকাউন্টে সমস্যা আছে কিনা । তারপর তারা হ্যাকিং থেকে বাঁচতে 401 নম্বরে কল করে কল ফরোয়ার্ডিং অ্যাক্টিভেট করতে বলছে। এতেই ঘটে যায় বড় বিপত্তি।

গ্রাহকের ফোনে কল ফরোয়ার্ডিং অ্যাক্টিভ হলে জালিয়াতরা গ্রাহকের ফোনের সব নিয়ন্ত্রণ পায়। এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাও তুলে নিতে পারে। এই প্রতারণা থেকে বাঁচার জন্য কী করবেন? কোনও অজানা কলারদের কথায় বিশ্বাস করে কোনও কোড ডায়াল করবেন না। ফোন সুরক্ষিত রাখতে পাসকোড বা বায়োমেট্রিক অথেন্টিকেশন ব্যবহার করুন। অযাচিত কলারদের সঙ্গে ওটিপি বা অন্য গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবেন না। তাহলে জালিয়াতদের খপ্পর থেকে নিজেকে ও নিজের টাকাপয়সা সুরক্ষিত রাখতে পারবেন।