Fraud Lawyer: আইনি ডিগ্রি নেই উকিলের তবু কোর্টে জয়

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 18, 2023 | 12:53 PM

কেনিয়ায় এক ভুয়ো আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। তিনি ২৮ বছর বয়সি ব্রায়ান মুয়েন্ডা। ব্রায়ান মুয়েন্ডা কেনিয়া হাইকোর্টে ২৬টি মামলায় জয়লাভ করেছিলেন। মুয়েন্ডার কোনও আইনের ডিগ্রি নেই। কেনিয়ার ল’ সোসাইটির নাইরোবি শাখার মেম্বারও নন তিনি। একজন অন্য আইনজীবীর নাম ভাঙিয়ে নিজেকে আইনজীবী হিসাবে পরিচয় দিতেন।

কেনিয়ায় এক ভুয়ো আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। তিনি ২৮ বছর বয়সি ব্রায়ান মুয়েন্ডা। ব্রায়ান মুয়েন্ডা কেনিয়া হাইকোর্টে ২৬টি মামলায় জয়লাভ করেছিলেন। মুয়েন্ডার কোনও আইনের ডিগ্রি নেই। কেনিয়ার ল’ সোসাইটির নাইরোবি শাখার মেম্বারও নন তিনি। একজন অন্য আইনজীবীর নাম ভাঙিয়ে নিজেকে আইনজীবী হিসাবে পরিচয় দিতেন।

সম্প্রতি তার ভুয়ো পরিচয় ফাঁস হয়ে যায় এবং তাকে গ্রেফতার করা হয়। ব্রায়ান মুয়েন্ডা মূলত একজন আইটি কর্মী ছিলেন। তার আইনে আগ্রহ ছিল। একজন আইনজীবীর নাম ভাঙিয়ে নিজেকে আইনজীবী হিসাবে পরিচয় দিতে শুরু করেন। তার আইনী দক্ষতা এতটাই ভাল ছিল যে কেউ তার জাল পরিচয় ধরতে পারেনি।

এমনকি হাইকোর্টের বিচারপতিরাও তার ভুয়ো পরিচয় ধরতে পারেননি। ব্রায়ানের গ্রেফতারের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বহু নেটিজেন তার প্রশংসা করেন। তাঁরা বলেন, ব্রায়ানের ভাল আইনজীবী হবার প্রতিভা ছিল। ব্রায়ানের জেতা ২৬টি মামলার ভাগ্য এখন অনিশ্চিত। ব্রায়ান তার মক্কেলদের স্বার্থে তিনি সেই মামলাগুলি বহাল রাখার আবেদন করেছেন।