China News: আবার কি উত্তাপ বাড়ছে? পুরনো ক্ষত কি আবার জেগে উঠছে?

rahul Sadhukhan |

Jan 11, 2024 | 7:09 PM

আবার কি উত্তাপ বাড়ছে? পুরনো ক্ষত কি আবার জেগে উঠছে? স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে চিন কতটা পরিবর্তন করেছে ভুটানের ভূগোলে!

Follow Us

আবার কি উত্তাপ বাড়ছে? পুরনো ক্ষত কি আবার জেগে উঠছে? ডোকলামের আশেপাশে আবার কি ডানা বিস্তার করছে ড্রাগন? নতুন একটি স্যাটেলাইট ইমেজ তো অন্তত সেই রকমই ইঙ্গিত দিচ্ছে।

২০১৭এ ডোকলামে প্রায় সম্মুখ সমরে মুখোমুখি হয়েছিল ভারত ও চিন। আবার কি ২০২৪এ তৈরি হতে চলেছে তেমনই পরিস্থিতি? কেন? স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে। চিন, উত্তর-পূর্ব ভুটানে টাউনশিপ তৈরি করেছে। জাকারলুং অঞ্চলে তৈরি হয়েছে। প্রায় ২০০ টি একতলা ও বহুতল বাড়ি জাকারলুংতে সেনা ছাউনি ও পুলিশ চৌকি তৈরি করেছে চিন। তৈরি হয়েছে চওড়া রাস্তা। বহু অঞ্চলে ২০১৭র পর থেকে সরেনি ‘লাল ফৌজ’। ভুটানের চিন সীমান্তবর্তী অন্তত ৫ টি অঞ্চলে অনুপ্রবেশ করেছে চিন।

ভারতে ভুটানের রাষ্ট্রদূত বলছেন ভুটানের আঞ্চলিক স্বার্থ বজায় রেখেই কথা দিল্লীর সঙ্গে কথা বলবে থিম্পু। এই বক্তব্য কোন ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে তা বলবে ভবিষ্যৎ।

আবার কি উত্তাপ বাড়ছে? পুরনো ক্ষত কি আবার জেগে উঠছে? ডোকলামের আশেপাশে আবার কি ডানা বিস্তার করছে ড্রাগন? নতুন একটি স্যাটেলাইট ইমেজ তো অন্তত সেই রকমই ইঙ্গিত দিচ্ছে।

২০১৭এ ডোকলামে প্রায় সম্মুখ সমরে মুখোমুখি হয়েছিল ভারত ও চিন। আবার কি ২০২৪এ তৈরি হতে চলেছে তেমনই পরিস্থিতি? কেন? স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে। চিন, উত্তর-পূর্ব ভুটানে টাউনশিপ তৈরি করেছে। জাকারলুং অঞ্চলে তৈরি হয়েছে। প্রায় ২০০ টি একতলা ও বহুতল বাড়ি জাকারলুংতে সেনা ছাউনি ও পুলিশ চৌকি তৈরি করেছে চিন। তৈরি হয়েছে চওড়া রাস্তা। বহু অঞ্চলে ২০১৭র পর থেকে সরেনি ‘লাল ফৌজ’। ভুটানের চিন সীমান্তবর্তী অন্তত ৫ টি অঞ্চলে অনুপ্রবেশ করেছে চিন।

ভারতে ভুটানের রাষ্ট্রদূত বলছেন ভুটানের আঞ্চলিক স্বার্থ বজায় রেখেই কথা দিল্লীর সঙ্গে কথা বলবে থিম্পু। এই বক্তব্য কোন ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে তা বলবে ভবিষ্যৎ।

Next Video