WITT 2024: ভারতের বৃদ্ধির জায়গা সবসময়ই ছিল, বাকি বিশ্বের তা চোখে পড়েনি: আর সি ভার্গব

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Feb 26, 2024 | 8:27 PM

ভার্গব বলেন, যে কোনও সংস্থার সাফল্যের পিছনে মূল অবদান সংস্থার কর্মীদের। মারুতিও কর্মীদের জন্যই এক নম্বর হয়ে উঠেছে। সংস্থায় কর্মীদের কাজ করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়।

Follow Us

TV9 নেটওয়ার্কের গ্লোবাল সামিট ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’র মঞ্চে, এই বদলে যাওয়া ভারত নিয়ে আলোচনা করলেন মারুতি সুজুকি সংস্থার চেয়ারম্যান আরসি ভার্গব। এই সময়, কীভাবে মারুতি সুজুকি দেশের এক নম্বর অটো কোম্পানি হয়ে উঠল, তাও জানান তিনি। ভার্গব বলেন, যে কোনও সংস্থার সাফল্যের পিছনে মূল অবদান সংস্থার কর্মীদের। মারুতিও কর্মীদের জন্যই এক নম্বর হয়ে উঠেছে। সংস্থায় কর্মীদের কাজ করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। বলেছেন, ‘গোটা বিশ্বের মধ্যে, ভবিষ্যতের সম্ভাবনার দিক থেকে সবার আগে রয়েছে ভারত। আর কোনও দেশের এত সম্ভাবনা আমি দেখছি না। অধিকাংশ পশ্চিমী দেশই একটা পর্যায়ে পৌঁছেছে। ভবিষ্যতে তাদের উন্নতি নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। তারা আরও এগোবে না, পিছোবে, সেই বিষয়ে সংশয় রয়েছে’।

TV9 নেটওয়ার্কের গ্লোবাল সামিট ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’র মঞ্চে, এই বদলে যাওয়া ভারত নিয়ে আলোচনা করলেন মারুতি সুজুকি সংস্থার চেয়ারম্যান আরসি ভার্গব। এই সময়, কীভাবে মারুতি সুজুকি দেশের এক নম্বর অটো কোম্পানি হয়ে উঠল, তাও জানান তিনি। ভার্গব বলেন, যে কোনও সংস্থার সাফল্যের পিছনে মূল অবদান সংস্থার কর্মীদের। মারুতিও কর্মীদের জন্যই এক নম্বর হয়ে উঠেছে। সংস্থায় কর্মীদের কাজ করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। বলেছেন, ‘গোটা বিশ্বের মধ্যে, ভবিষ্যতের সম্ভাবনার দিক থেকে সবার আগে রয়েছে ভারত। আর কোনও দেশের এত সম্ভাবনা আমি দেখছি না। অধিকাংশ পশ্চিমী দেশই একটা পর্যায়ে পৌঁছেছে। ভবিষ্যতে তাদের উন্নতি নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। তারা আরও এগোবে না, পিছোবে, সেই বিষয়ে সংশয় রয়েছে’।

Next Video