Indian Railway: কোন ভুলে রেলযাত্রীদের জেল হতে পারে?
Indian Railway: দূরপাল্লার ট্রেনে এবার কড়া নিয়ম। যেই নিয়ম না মানলে হতে পারে মোটা জরিমানা। এমনকি জেল পর্যন্ত হতে পারে।
দূরপাল্লার ট্রেনে এবার কড়া নিয়ম। যেই নিয়ম না মানলে হতে পারে মোটা জরিমানা। এমনকি জেল পর্যন্ত হতে পারে। তাই এবার থেকে ট্রেনে ওঠার আগে আপনাকে জানতেই হবে ভারতীয় রেলে এই কড়া নিয়ম সম্পর্কে। অনেক সময়ই আমরা অনেক বড় দল নিয়ে ঘুরতে যাই। সবাই এক কামরাতে জায়গাও পান। অনেক সময়ে বিভিন্ন বগিতে ছড়িয়ে ছিটিয়ে থাকেন। বন্ধু বা আত্মীয়ের খোঁজে যদি আপনি এ বগি থেকে অন্য বগিতে হাঁটাহাঁটি করেন। তবে আপনার কপালে দুঃখ আছে। জরিমানার কবলে পড়বেনই। রেলের নয়া নিয়মে সিট ছেড়ে অন্য বগিতে গেলে ২৫০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
এখানেই শেষ নয়। অনুমতি ছাড়া ট্রেনের টিকিট এজেন্টের কাছে বিক্রি করলে জরিমানা তো হবেই। হতে পারে জেলও। এক্ষেত্রে জরিমানার পরিমাণ ১০ হাজার টাকা, হতে পারে ৩ বছরের জেলও। এখানেই শেষ নয়। ওয়েটিং টিকিটে আর ভ্রমণের অনুমতি নেই। দরকার কনফার্ম টিকিট। তাছাড়া ট্রেনে উঠতে পারবেন না। শুধু যাত্রীদের জন্যই নয়, স্টেশনেও হকারদের জন্য এবার কড়া আইন রেলের।
হকারদের জন্য রেলের কী কী নিয়ম? রেলওয়ে চত্বরে বিনা অনুমতিতে হকারি করা অপরাধ। এরকম করলে জরিমানা হতে পারে ২ হাজার টাকা পর্যন্ত। এমনকি ১ বছরের কারাদণ্ড হতে পারে।
এর সঙ্গে রয়েছে আরও এক সতর্কতা। ধরুন কোনও ট্রেন বাতিল হল। সেই টিকিটে অন্য ট্রেনে যাতায়াত করতে পারবেন না। যদি ধরা পড়েন তাহলে টিটিই আপনার থেকে নেবেন ট্রেনের পুরো ভাড়া। জরিমানা হতে পারে ২৫০ টাকাও। শুধু টাকা দিলেই মিটবে না। আপনাকে নিকটবর্তী স্টেশনে নামিয়ে দেবেন টিটিই।