Mukesh Ambani’s Car: আম্বানির বুলেটপ্রুফ গাড়ির ভিতরে…
সম্প্রতি ভারতীয় ধন কুবের মুকেশ আম্বানিকে একটি মার্সিডিজ এস ৬৮০ গার্ড চড়তে দেখা গেছে। এই বুলেটপ্রুফ সেডানের দাম ১০ কোটি। গাড়িতে আছে ব্লাস্ট প্রুফ, বুলেট প্রুফ মাল্টি লেয়ারড গ্লাস।
সম্প্রতি ভারতীয় ধন কুবের মুকেশ আম্বানিকে একটি মার্সিডিজ এস ৬৮০ গার্ড চড়তে দেখা গেছে। এই বুলেটপ্রুফ সেডানের দাম ১০ কোটি। গাড়িতে আছে ব্লাস্ট প্রুফ, বুলেট প্রুফ মাল্টি লেয়ারড গ্লাস। অসামরিক গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ব্যালিস্টিক নিরাপত্তার সার্টিফিকেট আছে এই গাড়ির। VPAM VR 10 সার্টিফিকেট যুক্ত এই সেডান। শত্রুকে বিভ্রান্ত করতে গাড়ি দেখতে আর পাঁচটা সেডানের মতোই। এর ওজন ৪ টন। গাড়িটির কাচ ৩.৫ থেকে ৪ ইঞ্চি পুরু। এক একটি দরজা ২৫০ কেজি। আছে অল হুইল ড্রাইভ ফিচার, কমপ্লিট অটোমেটিক ট্রান্সমিশন। গাড়িটির পিছনের সিটে আছে অগ্নি নির্বাপক ব্যবস্থা, কম্প্রেসড এয়ার ট্যাঙ্ক। আছে একটি বিশেষ ফিচার রি-ইনফোর্সড টায়ার। বিপদের সময়ে এই চাকা বেশি অজ্ঞ নিয়েও ৮০ কিমি স্পিডে ছুটতে পারে। গাড়িটির ৬ লিটারের V12 ইঞ্জিন ৬১২ হর্সপাওয়ার ৮৩০ এমএম টর্ক দেয়।
Published on: Aug 12, 2023 05:41 PM