First Airplane In Ayodhya Airport: অযোধ্যা বিমানবন্দরে নামবে প্রথম বিমান
২২শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। তার আগেই নব নির্মিত অযোধ্যা বিমানবন্দরে নামবে প্রথম বিমান। উদ্যোগ নিল বিমানসংস্থা ইন্ডিগো। প্রথম বিমান সংস্থার বিমান হিসেবে অযোধ্যা বিমানবন্দরে অবতরণ করবে ইন্ডিগোর বিমান। উপলক্ষ্য রাম মন্দির উদ্বোধন।
২২শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। তার আগেই নব নির্মিত অযোধ্যা বিমানবন্দরে নামবে প্রথম বিমান। উদ্যোগ নিল বিমানসংস্থা ইন্ডিগো। প্রথম বিমান সংস্থার বিমান হিসেবে অযোধ্যা বিমানবন্দরে অবতরণ করবে ইন্ডিগোর বিমান। উপলক্ষ্য রাম মন্দির উদ্বোধন।
আগামি ছয়ই জানুয়ারি রাজধানী নয়াদিল্লি থেকে প্রথম বিমান পৌঁছবে অযোধ্যার নব নির্মিত বিমানবন্দরে। তার ৫দিন পর, অর্থাৎ ১১ জানুয়ারি আমেদাবাদ থেকে দ্বিতীয় বিমান পৌঁছবে অযোধ্যা বিমানবন্দরে। সেই বিমানও ইন্ডিগো সংস্থার। ইন্ডিগো সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
ইন্ডিগো সম্মানিত। প্রথম বিমান হিসেবে আমরা অবতরণ করব মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম আন্তর্জাতিক বিমানবন্দরে। উদ্বোধনী বিমান আগামী ৩০ ডিসেম্বর দিল্লি থেকে রওনা দেবে অযোধ্যার উদ্দেশ্যে। ৬ জানুয়ারি থেকে দিল্লি থেকে অযোধ্যা পর্যন্ত সরাসরি বিমান চলাচল করবে। সেই সঙ্গে সপ্তাহে ৩দিন আমেদাবাদ থেকে অযোধ্যা পর্যন্ত বিমান চলাচল করবে।১১ জানুয়ারি থেকে হবে সেই বিমান পরিষেবা।
অযোধ্যা বিমানবন্দর হতে চলেছে দেশে ইন্ডিগো বিমান সংস্থার ৮৬তম গন্তব্যস্থল। রাম মন্দির উদ্বোধন ঘিরে দেশে বহু বিদেশির আগমন ঘটবে। আসবে দেশ বিদেশের বহু বিশিষ্টরা। এই পরিস্থিতিতে রাম মন্দির দর্শন যাতে সুগম হয়, তার জন্য প্রথম বিমান সংস্থা হিসেবে এই উদ্যোগ নিল ইন্ডিগো।