Dangal Actor Suhani Bhatnagar Death: ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেই কি মৃত্যু ‘দঙ্গল’-এর ছোট্ট ববিতার?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Feb 17, 2024 | 11:38 PM

‘দঙ্গল’ ছবির সেই ছোট্ট ববিতা ফোগটকে মনে আছে? সেই ছোট্ট ববিতা ওরফে সুহানি ভাটনগর আর নেই। শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি দিল্লির এইমস-এ মারা যান তিনি। বয়স হয়েছিল মাত্র ১৯ বছর। পরিবার সূত্রে খবর, কিছু দিন আগেই এক দুর্ঘটনার কবলে পড়ে পা ভাঙে তাঁর। পরিবারের দাবি, যে ওষুধ তাঁকে দেওয়া হচ্ছিল, তা থেকে শরীরের তরলের মাত্রা অর্থাৎ ফ্লুইড ক্রমশ বাড়তে শুরু করে তাঁর। শুরু হয় পার্শ্ব-প্রতিক্রিয়া। পরিবারের দাবি, তাতেই মৃত্যু হয় এই অভিনেত্রীর।

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক
বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক দীর্ঘদিন ভুগছিলেন বার্ধক্যজনিত কারণে। ১৬ ফেব্রুয়ারি, শুক্রবার রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শনিবার প্রয়াত হন অঞ্জনা ভৌমিক। ছয়, সাত আর আটের দশকে বেশ কিছু বাংলা ছবিতে অভিনয় করেছিলেন। সেই তালিকায় রয়েছে ‘চৌরঙ্গী’, ‘থানা থেকে আসছি’, ‘নায়িকা সংবাদ’-এর মতো ছবি। একটা সময় পর অভিনয় ছাড়েন অঞ্জনা। সম্পর্কে তিনি অভিনেতা যিশু সেনগুপ্তর শাশুড়ি।

১৯-এই সব শেষ
‘দঙ্গল’ ছবির সেই ছোট্ট ববিতা ফোগটকে মনে আছে? সেই ছোট্ট ববিতা ওরফে সুহানি ভাটনগর আর নেই। শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি দিল্লির এইমস-এ মারা যান তিনি। বয়স হয়েছিল মাত্র ১৯ বছর। পরিবার সূত্রে খবর, কিছু দিন আগেই এক দুর্ঘটনার কবলে পড়ে পা ভাঙে তাঁর। পরিবারের দাবি, যে ওষুধ তাঁকে দেওয়া হচ্ছিল, তা থেকে শরীরের তরলের মাত্রা অর্থাৎ ফ্লুইড ক্রমশ বাড়তে শুরু করে তাঁর। শুরু হয় পার্শ্ব-প্রতিক্রিয়া। পরিবারের দাবি, তাতেই মৃত্যু হয় এই অভিনেত্রীর।

শাহরুখের ছবির সিক্রেট
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া বিশ্ব সরকার সামিট ২০২৪-এ শাহরুখ খান জানালেন, তিনি তাঁর ছবির বিষয়ে একটা জিনিস পছন্দ করেন না। আর তা হল, মানুষকে কষ্ট দেওয়া। ছবি যাই-ই হোক, শেষে যেন একটা আশা থাকে। শাহরুখের কথায়, “জীবনে অনেক কষ্ট, আমি আর বাড়াতে চাই না।” যদিও বহু ব্যতিক্রমী ছবি তিনি করেছেন বলেও জানান। তবে শেষ দৃশ্যে দর্শসদের হাসি মুখেই দেখতে চান তিনি।

মা হচ্ছেন অনুষ্কা?
২০২৩ সালের অক্টোবর মাস থেকে খবরের চর্চায় জায়গা করে নেয় যে, অনুষ্কা শর্মা দ্বিতীয়বার মা হতে চলেছেন। যদিও এই খবর এখনও পর্যন্ত বিরাট কোহলি কিংবা অনুষ্কা নিজে মুখে জানাননি। তবে নেটপাড়ায় তেমনই জল্পনা তুঙ্গে। এবার শোনা যাচ্ছে, লন্ডনে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন অনুষ্কা। আগামী কয়েকদিনের মধ্যেই নাকি সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা, যদিও সবটা নিয়ে এখনও ধোঁয়াশা বর্তমান।

কোথায় ঠাঁই কাঞ্চনের প্রাক্তন স্ত্রী?
অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকের ডিভোর্স হয়েছে। অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইনি বিচ্ছেদ হয়েছে তাঁর। পিঙ্কি এখন তাঁদের ৬ বছরের ছোট ছেলে ওশকে নিয়ে উঠেছেন তাঁর মাসি-ঠাকুমা কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে। সাবিত্রী বলেছেন, “ঠিকই হয়েছে ছাড়াছাড়ি হয়ে। পিঙ্কি এবং তাঁর সন্তান আমার কাছেই আছে।”

প্রেম প্রস্তাব পান অদিতি?
২০১৮ সালে তৃণমূলের কাউন্সিলার এবং বিধাননগরের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে বিয়ে করেছেন কীর্তন গায়িকা তথা বিধায়িকা অদিতি মুন্সী। সেই অদিতির কাছে কি বিয়ের পর আসে প্রেমের প্রস্তাব? অদিতি বলেছেন, “কী বলছেন, তখন আসেনি, এখন আসবে…? দূর-দূরান্তে সম্ভাবনাই নেই কোনও।” মায়ের কড়াকড়িতে কোনওদিনও ঠিকমতো বন্ধুও পাতাতে পারেননি অদিতি, জানিয়েছেন সেই কথাও।

শোকে পাথর সুদীপা
গত নভেম্বর বাবাকে হারিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় ভিলেন সুদীপা বন্দ্যোপাধ্যায়। পুরো দুনিয়াটাই যেন হঠাৎই পাল্টে গিয়েছে তাঁর। তিন মাস কাটলেও শোক কাটেনি। হঠাৎই বাবার আলমারি খুলতে চোখ ভিজেছে নায়িকার। লিখেছেন, “বাবা, আমি আজ তোমার আলমারিটা খুলেছিলাম। সব আছে কিন্তু তুমি কই? তুমি কোথায়?”

রাজনীতিতে এষা?
বিবাহ বিচ্ছেদের পর এবার রাজনীতিতে এষা দেওল? মা হেমা মালিনী বিজেপি দলের সদস্য। এবার তিনিই জানালেন, এষার ইচ্ছে আছে রাজনীতিতে যোগদানের, তিনি চাইলেই যোগ দিতে পারেন। আগামী পাঁচ বছরের মধ্যেই হয়তো রাজনীতিতে আসবেন এষা। যদিও অভিনয় কেরিয়ারে ইতি টানতে চলেছেন কি না, সে প্রশ্ন নিয়ে হেমা মালিনী তা নিয়ে মুখ খোলেননি।

মাহির বিবাহবিচ্ছেদ
দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল, বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির বিচ্ছেদ হতে চলেছে। সেই খবরকেই সত্যি প্রমাণ করে ফেসবুক লাইভ-এ হাজির হলেন অভিনেত্রী। জানালেন, দ্বিতীয় বিয়েও ভাঙছে তাঁর। কী কারণে সন্তান জন্মের মাস কয়েকের মধ্যেই স্বামীর থেকে আলাদা হচ্ছেন তিনি? মাহি জানান, রাগারাগি নয়—আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি ও তাঁর স্বামী রাকিব।