Viral Video: চলন্ত ট্রেনে গণ চুমু
ট্রেনের দরজায় চুম্বনরত যুগল দাঁড়িয়ে । ট্রেনের দরজায় যুগলরা একে অপরকে জড়িয়ে ধরে আছেন। কেউ আবার চুমু খাচ্ছেন চলন্ত ট্রেনেই । ট্রেনের ভিতরেও যুগলরা অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে বসে । ট্রেনটির কোনও কামরার দরজায় আবার একলা মহিলা দাঁড়িয়ে। ভিডিয়োটি কোথায় তোলা জানা যায়নি। ইনস্টাগ্রামে virl_india_xyz নামক একটি পেজ থেকে ভিডিয়ো শেয়ার হয়েছে
ঘন জঙ্গলের মাঝে একটি রেললাইনের দুই পাশে সার দিয়ে মানুষজন দাঁড়িয়ে। তাঁদের সকলের হাতে ক্যামেরা, প্রাণ বিপন্ন করে রেললাইনের পাশে হাপিত্যেশ করার মানে কী? কিছুক্ষণ পরে ধোঁয়া উড়িয়ে ট্রেনটা এলে ধোঁয়াশা কাটল। দেখা গেল এক বিরল দৃশ্য । এই ট্রেনে মূলত প্রেমিক-প্রেমিকারাই সফর করেন। চলন্ত ট্রেনে বড্ড ঘনিষ্ঠ ভাবে থাকেন তাঁরা । দেখা গেছে, ট্রেনের দরজায় চুম্বনরত যুগল দাঁড়িয়ে । ট্রেনের দরজায় যুগলরা একে অপরকে জড়িয়ে ধরে আছেন। কেউ আবার চুমু খাচ্ছেন চলন্ত ট্রেনেই । ট্রেনের ভিতরেও যুগলরা অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে বসে । ট্রেনটির কোনও কামরার দরজায় আবার একলা মহিলা দাঁড়িয়ে। ভিডিয়োটি কোথায় তোলা জানা যায়নি। ইনস্টাগ্রামে virl_india_xyz নামক একটি পেজ থেকে ভিডিয়ো শেয়ার হয়েছে।
ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে,’এবার বাজারে OYO Train-ও এসে গেল’। ৭ লাখেরও বেশি ভিউ হয়েছে ভিডিয়োটির। অনেকে ভিডিয়োতে মজাদার প্রতিক্রিয়া জানিয়েছেন।