মহানগরী কলকাতায় এসে পৌঁছেছে TATA Ace Pro – Ab Meri Baari ক্যাম্পেন। ভারতীয় উদ্যোক্তাদের ক্ষমতায়নের উদ্দেশ্যেই তৈরি এই গাড়ি। সেই গাড়ির আত্মপ্রকাশ ঘটল কলকাতায়। কলকাতায় Ace Pro-এর উদ্বোধনী অনুষ্ঠানে Tata Motors-এর VP ও Business Head – SCV & Pickup, পিনাকি হালদার সংস্থার গ্রাহককেন্দ্রিক দর্শনের কথা তুলে ধরেন এই দিনের অনুষ্ঠানে।
তিনি বলেন, “Tata Motors সবসময় গ্রাহকদের গভীরভাবে বোঝার চেষ্টা করে। বাজারের চাহিদা অনুসারে নতুন নতুন পণ্যের উদ্ভাবন করে। Tata Ace Pro সেই লক্ষ্যে একটি দৃঢ় পদক্ষেপ। যা আমাদের গ্রাহকদের জীবনকে আরও সহজ এবং উন্নত করার উদ্দেশ্যে তৈরি।”
Ace Pro-এর সাশ্রয়ী দামের দিকটিও তুলে ধরেন তিনি। পিনাকিবাবু বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে, কলকাতায় Ace Pro BS6-পূর্ব দামের স্তরেই লঞ্চ করতে পেরেছি। তবে শুধু দামের বিষয় নয় — এই গাড়িতে আছে AIS-096 পূর্ণাঙ্গ ফ্রন্টাল ক্র্যাশ প্রোটেকশন। এই সুরক্ষা ব্যবস্থাই গাড়িটিকে এই সেগমেন্টে সবচেয়ে সুরক্ষিত করে অপশন করে তুলেছে। এটি একটি ৩৬০ ডিগ্রি সমাধান যা বিভিন্ন ধরণের ব্যবহারকারীদের ও ব্যবসার চাহিদা পূরণে সক্ষম।”
মহানগরী কলকাতায় এসে পৌঁছেছে TATA Ace Pro – Ab Meri Baari ক্যাম্পেন। ভারতীয় উদ্যোক্তাদের ক্ষমতায়নের উদ্দেশ্যেই তৈরি এই গাড়ি। সেই গাড়ির আত্মপ্রকাশ ঘটল কলকাতায়। কলকাতায় Ace Pro-এর উদ্বোধনী অনুষ্ঠানে Tata Motors-এর VP ও Business Head – SCV & Pickup, পিনাকি হালদার সংস্থার গ্রাহককেন্দ্রিক দর্শনের কথা তুলে ধরেন এই দিনের অনুষ্ঠানে।
তিনি বলেন, “Tata Motors সবসময় গ্রাহকদের গভীরভাবে বোঝার চেষ্টা করে। বাজারের চাহিদা অনুসারে নতুন নতুন পণ্যের উদ্ভাবন করে। Tata Ace Pro সেই লক্ষ্যে একটি দৃঢ় পদক্ষেপ। যা আমাদের গ্রাহকদের জীবনকে আরও সহজ এবং উন্নত করার উদ্দেশ্যে তৈরি।”
Ace Pro-এর সাশ্রয়ী দামের দিকটিও তুলে ধরেন তিনি। পিনাকিবাবু বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে, কলকাতায় Ace Pro BS6-পূর্ব দামের স্তরেই লঞ্চ করতে পেরেছি। তবে শুধু দামের বিষয় নয় — এই গাড়িতে আছে AIS-096 পূর্ণাঙ্গ ফ্রন্টাল ক্র্যাশ প্রোটেকশন। এই সুরক্ষা ব্যবস্থাই গাড়িটিকে এই সেগমেন্টে সবচেয়ে সুরক্ষিত করে অপশন করে তুলেছে। এটি একটি ৩৬০ ডিগ্রি সমাধান যা বিভিন্ন ধরণের ব্যবহারকারীদের ও ব্যবসার চাহিদা পূরণে সক্ষম।”