Naowda: নওদায় কং-আরএসপি জোট!

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 11, 2023 | 10:06 PM

Panchayat: আজ সেই পঞ্চায়েত গঠন হয়। ভোট গঠনকে কেন্দ্র করে সকাল থেকেই করা নিরাপত্তা ছিল। একটা সময় ১৪৪ধারা উপেক্ষা করে জমায়েত করলে পুলিশ লাঠিচার্জ করে।

হাইকোর্টের নির্দেশে কড়া পুলিশি পহরায় বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে বোর্ড গঠন হলো নওদার চাঁদপুর পঞ্চায়েতে। ১৩-৭ ভোটে জয়ী হয়ে নতুন বোড করলো কংগ্রেস আর এস পি জোট। নতুন প্রধান হলেন কংগ্রেসের রাখি মন্ডল, উপপ্রধান হলেন কংগ্রেসের আব্দুর রব। কুড়ি আসন বিশিষ্ট চাঁদপুর পঞ্চায়েতে ১১ টি আসন পেয়েছিল কংগ্রেস দুটি আসনে জয়লাভ করেছিল আরএসপি ও সাতটি আসনের জয় লাভ করেছিল তৃণমূল। দুই কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ও এক আর এস পি পঞ্চায়েত সদস্যকে অপহরণ করার অভিযোগ ওঠে। এরপর হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস হাইকোর্টের নির্দেশে তিনজনকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয় এবং তাদের বাড়ি ফেরানো হয়। আজ সেই পঞ্চায়েত গঠন হয়। ভোট গঠনকে কেন্দ্র করে সকাল থেকেই করা নিরাপত্তা ছিল। একটা সময় ১৪৪ধারা উপেক্ষা করে জমায়েত করলে পুলিশ লাঠিচার্জ করে।