ভুয়ো লোন অ্যাপের মাধ্যমে প্রতারণা। সারা দেশের সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ২৮ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে জালিয়াতরা। আর পরিণতি? অনেক মানুষই আত্মহত্যা করেছেন বলে খবর। আর তারপরই ৮৭টা লোন অ্যাপ বন্ধ করিয়েছে কেন্দ্র।
কিন্তু লোন অ্যাপগুলো তো টাকা দেয় গ্রাহককে। পরে গ্রাহককে সেই টাকা মেটাতে হয়। তাহলে সমস্যাটা কোথায়? ভুয়ো লোন অ্যাপে কীভাবে জালিয়াতি হয় জানেন? এই অ্যাপগুলোতে খুব কম সময়ের জন্য লোন পাওয়া যায়। ধরুন আপনি ১০০ টাকা লোন নিলেন। তারপর প্রসেসিং ফি-র নামে এই অ্যাপ কেটে নিল ৪০ টাকা। কিন্তু আপনাকে মেটানোর সময় মেটাতে হবে কিন্তু পুরো ১০০ টাকাই। সঙ্গে সুদ। আর সুদের হার, অস্বাভাবিক চড়া।
ভুয়ো লোন অ্যাপের মাধ্যমে প্রতারণা। সারা দেশের সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ২৮ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে জালিয়াতরা। আর পরিণতি? অনেক মানুষই আত্মহত্যা করেছেন বলে খবর। আর তারপরই ৮৭টা লোন অ্যাপ বন্ধ করিয়েছে কেন্দ্র।
কিন্তু লোন অ্যাপগুলো তো টাকা দেয় গ্রাহককে। পরে গ্রাহককে সেই টাকা মেটাতে হয়। তাহলে সমস্যাটা কোথায়? ভুয়ো লোন অ্যাপে কীভাবে জালিয়াতি হয় জানেন? এই অ্যাপগুলোতে খুব কম সময়ের জন্য লোন পাওয়া যায়। ধরুন আপনি ১০০ টাকা লোন নিলেন। তারপর প্রসেসিং ফি-র নামে এই অ্যাপ কেটে নিল ৪০ টাকা। কিন্তু আপনাকে মেটানোর সময় মেটাতে হবে কিন্তু পুরো ১০০ টাকাই। সঙ্গে সুদ। আর সুদের হার, অস্বাভাবিক চড়া।