Loading video

MS Dhoni, IPL 2025: চালিয়ে খেলবেন ধোনি! আইপিএলে আজ শুরু মাহি মরসুম

Mar 23, 2025 | 5:58 PM

CSK vs MI: আজ চিপকে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। আর মাঠে ধোনি থাকা মানে একটা বাড়তি চাপ বিপক্ষের।

আজ চিপকে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। মাঠে থাকবেন দুই দলের দুই সেরা ক্যাপ্টেন। যদিও তাঁরা থাকবেন অনেকটা অন ফিল্ড মেন্টর হিসাবে, অধিনায়োক হিসাবে নয়। আর মাঠে ধোনি থাকা মানে একটা বাড়তি চাপ বিপক্ষের। আবার খেলা হবে চেন্নাইয়ের ঘরের মাঠেই।

বারবারই হাড্ডাহাড্ডি খেলা হয় চেন্নাই ও মুম্বইয়ের মধ্যে। সেই সঙ্গে দুই দলে রয়েছে একাধিক ভয়ঙ্কর ক্রিকেটার। ফলে এক কথায় এই ম্যাচকে বলা যায় আইপিএলের এল ক্লাসিকো। আর এই ক্লাসিকোয় যে চালিয়ে খেলবেন ধোনি, সেটা তো বলাই যায়। ফলে বলা যায়, আইপিএলে আজ শুরু হচ্ছে মাহি মরসুম।

Published on: Mar 23, 2025 05:49 PM