WITT 2024: আজ আমরা ‘বেস্ট’ ও ‘বিগেস্ট’ কাজ করি: নরেন্দ্র মোদী

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Feb 29, 2024 | 9:30 PM

TV9 নেটওয়ার্ক আয়োজিত What India Thinks Today গ্লোবাল সামিটের দ্বিতীয় দিন মঞ্চে হাজির ছিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। উন্নয়নের পথে এগোচ্ছে ভারত, আর তার লঞ্চপ্যাড তৈরি করা হয়েছে বিগত ১০ বছরে, মঞ্চে সেই খতিয়ানও তুলে ধরলেন নমো।

Follow Us

TV9 নেটওয়ার্ক আয়োজিত What India Thinks Today গ্লোবাল সামিটের দ্বিতীয় দিন মঞ্চে হাজির ছিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। উন্নয়নের পথে এগোচ্ছে ভারত, আর তার লঞ্চপ্যাড তৈরি করা হয়েছে বিগত ১০ বছরে, মঞ্চে সেই খতিয়ানও তুলে ধরলেন নমো। পাশাপাশি, তীব্র কটাক্ষ করলেন দেশের পূর্ব সরকার অর্থাৎ কংগ্রেস সরকারের উদ্দেশে। প্রধানমন্ত্রী বলেন, “আগের সরকার দেশের ভিত নষ্ট করে দিয়েছিল। গত ১০ বছরে আমরা দেশকে সেই ভয়াবহ পরিস্থিতি থেকে বের করে এনেছি। মাত্র ১০ বছরেই ভারত বিশ্বের সেরা পাঁচ অর্থনীতি হয়ে উঠেছে। আজ নীতিও আগে তৈরি হয়, নির্ণয়ও দ্রুত নেওয়া হয়।” What India Thinks Today- সামিটের থিম, ‘ইন্ডিয়া: পয়েজ়ড ফর নেক্সট বিগ লিপ’-এর মহামঞ্চে ভারতের আগামীর টার্গেটের কথাও শোনালেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পুরো বক্তব্য শুনতে দেখুন এই ভিডিয়ো।

TV9 নেটওয়ার্ক আয়োজিত What India Thinks Today গ্লোবাল সামিটের দ্বিতীয় দিন মঞ্চে হাজির ছিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। উন্নয়নের পথে এগোচ্ছে ভারত, আর তার লঞ্চপ্যাড তৈরি করা হয়েছে বিগত ১০ বছরে, মঞ্চে সেই খতিয়ানও তুলে ধরলেন নমো। পাশাপাশি, তীব্র কটাক্ষ করলেন দেশের পূর্ব সরকার অর্থাৎ কংগ্রেস সরকারের উদ্দেশে। প্রধানমন্ত্রী বলেন, “আগের সরকার দেশের ভিত নষ্ট করে দিয়েছিল। গত ১০ বছরে আমরা দেশকে সেই ভয়াবহ পরিস্থিতি থেকে বের করে এনেছি। মাত্র ১০ বছরেই ভারত বিশ্বের সেরা পাঁচ অর্থনীতি হয়ে উঠেছে। আজ নীতিও আগে তৈরি হয়, নির্ণয়ও দ্রুত নেওয়া হয়।” What India Thinks Today- সামিটের থিম, ‘ইন্ডিয়া: পয়েজ়ড ফর নেক্সট বিগ লিপ’-এর মহামঞ্চে ভারতের আগামীর টার্গেটের কথাও শোনালেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পুরো বক্তব্য শুনতে দেখুন এই ভিডিয়ো।

Next Video