Prince William: মাথাভর্তি চকচকে টাক, তিনিই নাকি বিশ্বের সেক্সিতম পুরুষ!

TV9 Bangla Digital | Edited By: Nandan Paul

Dec 07, 2023 | 4:53 PM

Male Baldness: উচ্চতা ১.৯১ মিটার। সম্পত্তি ১০০ মিলিয়ন ডলার। তিনিই নাকি ২০২৩ এ দুনিয়ার সেক্সিতম টেকো পুরুষ । কে তিনি?

২০২৩ এ দুনিয়ার সেক্সিতম টেকো পুরুষ ব্রিটিশ রাজপুত্র উইলিয়াম। গুগল সার্চের ভিত্তিতে প্রিন্স উইলিয়ামকে সেক্সিতম টেকো পুরুষ উপাধিতে মনোনীত করা হয়েছে। ইংল্যান্ডের যুবরাজ উইলিয়াম পেয়েছেন ১০ এ ৯.৮৮ পয়েন্ট।

ব্রিটিশ রাজপুত্র উইলিয়ামের মোট সম্পদ ১০০ মিলিয়ন ডলার। ইংল্যান্ডের যুবরাজের উচ্চতা ১.৯১ মিটার। তাঁর কন্ঠস্বরের অনবদ্য আবেদনের জন্য প্রিন্স উইলিয়াম ১০ এর মধ্যে পেয়েছেন ৯.৯১ । উইলিয়াম তাঁর উজ্জ্বল চকচকে টাকের জন্য পেয়েছেন ৮.৯০ পয়েন্ট।

প্রিন্স উইলিয়ামের উর্ধাঙ্গ অনাবৃত বা নগ্ন দেখতে চেয়ে গুগলে সার্চ হয়েছে মোট ৩৭,২০০ বার। প্রিন্স উইলিয়ামের পরে আছেন ভিন ডিজেল ও জেসন স্ট্যাথাম। ৪র্থ স্থানে রয়েছেন স্যামুয়েল এল জ্যাকসন। প্রিন্স উইলিয়ামের এই খেতাব পাওয়াতে বেজায় চটেছেন তাঁর অনুগামীরা।

Salt Bae Restaurant: যে কোল্ড ড্রিঙ্কের দাম কলকাতায় ৫০টাকা, এই রেস্টুরেন্টে তার দাম ৮০০
Haunted House: শীতের রাতে এই বাড়িতে ঢুকতে গেলে লাগবে অসীম সাহস
Salt Bae Restaurant: যে কোল্ড ড্রিঙ্কের দাম কলকাতায় ৫০টাকা, এই রেস্টুরেন্টে তার দাম ৮০০
Haunted House: শীতের রাতে এই বাড়িতে ঢুকতে গেলে লাগবে অসীম সাহস