Haunted House: শীতের রাতে এই বাড়িতে ঢুকতে গেলে লাগবে অসীম সাহস
RAIPUR RAJBARI: বোলপুরে নিশ্চয়ই গিয়েছেন অনেকবার ঘুরতে। শান্তিনিকেতন, সোনাঝুরি ঘুরেছেন। এই শীতেও কী প্ল্যান রয়েছে? তাহলে বোলপুরে ঘুরে দেখতে পারেন এই ভূতুড়ে বাড়িটি। তবে মনে থাকতে হবে অসীম সাহস।
বোলপুরের ইলামবাজারের কাছে রাইপুর গ্রাম। সেই গ্রামে আছে একটি পরিত্যক্ত রাজবাড়ী। রাইপুর রাজবাড়ি, প্রায় ৩০০ বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে এই রাজবাড়ী। ব্রিটিশ ভারতে এই পরিবারের সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ উড়িষ্যা ও বিহারের গভর্নর নিযুক্ত হন।
জাতীয় কংগ্রেসের বোম্বাই অধিবেশনে ১৯১৫ এ সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ প্রেসিডেন্ট নির্বাচিত হন। এই বাড়ির ৩টি অংশে ছিল প্রায় ১২০ টি ঘর। ৬০ বিঘা জমির উপরে নির্মিত এই রাইপুর রাজবাড়ী। ব্রিটিশ শাসিত বাংলায় এই বাড়ির মর্যাদা ও নামডাক ছিল।
বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নপ্রায় রাইপুর রাজবাড়ি। রাইপুর রাজবাড়িকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রচারিত বহু ভৌতিক ঘটনা ও অদ্ভুত কাহিনী। বোলপুর গেলে এই রাজবাড়ি একবার ঘুরে আসতে পারেন। ভৌতিক ঘটনার কারণে টুরিস্টদের মধ্যে এই রাজবাড়ির খ্যাতি ছড়িয়ে পড়েছে।