Radioactive Water: তেজস্ক্রিয় বর্জ্য জল সমুদ্রে?
বিশ্বে জলদূষণ ক্রমশ বেড়েই চলেছে। জাপান ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বর্জ্য ফেলতে চেয়েছিল প্রশান্ত মহাসাগরে। সেই দেশের মানুষ বিরোধিতা করেছিল। তাই সেই কাজ তখন করতে পারেনি জাপান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ২ বছর ধরে তদন্ত করেছিল এই ব্যাপারে।
বিশ্বে জলদূষণ ক্রমশ বেড়েই চলেছে। জাপান ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বর্জ্য ফেলতে চেয়েছিল প্রশান্ত মহাসাগরে। সেই দেশের মানুষ বিরোধিতা করেছিল। তাই সেই কাজ তখন করতে পারেনি জাপান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ২ বছর ধরে তদন্ত করেছিল এই ব্যাপারে। এই সংস্থাটি তেজস্ক্রিয় বর্জ্য ফেলার জন্য সায় দিয়েছে জাপান সরকারকে। সংস্থাটির দাবি, এই আবর্জনা ফেলার জন্য ক্ষতি হতে পারে পরিবেশের। তবে সেই ক্ষতির পরিমাণ খুবই কম হবে এমনটাই দাবি সংস্থাটির। মনে করা হচ্ছে, তেজস্ক্রিয় বর্জ্যের প্রভাব স্থায়ী হতে পারে ৩০ থেকে ৪০ বছর । জাপান সরকার বেশি করে তেজস্ক্রিয় জল ফেলতে চায় প্রশান্ত মহাসাগরে। কিন্তু সেই পরিমাণ কত হবে জানেন? জাপান সরকারের কাছে তেজস্ক্রিয় জলের পরিমাণ প্রায় ৫০০ টি অলিম্পিক সুইমিং পুলের জলের সমান। এছাড়াও জাপান সরকার কিছু কঠিন পারমাণবিক বর্জ্যও ফেলবে প্রশান্ত মহাসাগরে। এই ব্যাপারে পরিবেশবিদরা একটি গবেষণা করেছেন। তেজস্ক্রিয় জল প্রায় ১২০০ দিনে প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে পড়বে । ৩৬০০ দিনের মধ্যে তেজস্ক্রিয় দূষকগুলি ছড়িয়ে যাবে প্রশান্ত মহাসাগরে। পরিবেশবিদরা ভাবছেন, কীভাবে জাপান সরকার এই অনুমতি পেল? সত্যি কি কোনও সমস্যা হবে না, এই তেজস্ক্রিয় জল প্রশান্ত মহাসাগরে মিশে যাওয়ার জন্য?