Robot Fish: সমুদ্রে রোবোটিক মাছ!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 09, 2023 | 5:34 PM

পরিবেশকে ভাল রাখতে বিজ্ঞানীরা চেষ্টা করছেন। এবার তাঁরা বানিয়েছেন রোবোটিক মাছ। অনেকেই ভাবছেন এই রোবোটিক মাছ কী?

পরিবেশকে ভাল রাখতে বিজ্ঞানীরা চেষ্টা করছেন। এবার তাঁরা বানিয়েছেন রোবোটিক মাছ। অনেকেই ভাবছেন এই রোবোটিক মাছ কী? সমুদ্রকে ভাল রাখতে ইটিএইচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোবোটিক মাছ বানিয়েছেন। বেলে নামে পরিচিত এই রোবোটিক মাছটি। ৩ ফুটের লম্বা এই মাছটি সমুদ্রে সাঁতার কাটতে পারবে। রোবোটিক মাছটি বিভিন্ন খবর সংগ্রহ করবে সমুদ্রের ভেতর থেকে। এই মাছটি অনেকটা কাজ করবে গুপ্তচরদের মত। সমুদ্রের কেউ ক্ষতি করলে, এই মাছ ধরে ফেলবে। রোবোটিক মাছে আছে একটি ক্যামেরা । এই ক্যামেরা দিয়ে রোবোটিক মাছ ছবি তুলবে। সেই ছবি সেভ করে রাখবে এই রোবোটিক মাছ । রোবোটিক মাছ ভিডিয়ো রেকর্ডিং করতে পারে। এক গবেষক জানিয়েছেন, তাঁরা চেষ্টা করছেন সমুদ্রের বাস্তুতন্ত্র ভাল রাখতে। রোবোটিক মাছের মধ্যে আছে ফিল্টার এবং পাম্প। ফিল্টার এবং পাম্পের সাহয্যে এই মাছ সংগ্রহ করবে সামুদ্রিক ডিএনএ।