Samantha Pravu: খারাপ খবর, অভিনয় ছাড়ছেন সামান্থা?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 09, 2023 | 5:47 PM

সামান্থা রুথ প্রভু নাকি অভিনয় থেকে সরে দাঁড়াচ্ছেন? একের পর এক দুর্দান্ত চরিত্রে অভিনয় করে দর্শকদের মন কাড়েন সামান্থা।

সামান্থা রুথ প্রভু নাকি অভিনয় থেকে সরে দাঁড়াচ্ছেন? একের পর এক দুর্দান্ত চরিত্রে অভিনয় করে দর্শকদের মন কাড়েন সামান্থা। কিন্তু হঠাৎ ছন্দপতন। শরীরে কাবু হল অসুখে। কয়েক মাস ধরে বিরল অসুখ মায়োসিটিসে আক্রান্ত সামান্থা। মায়োসিটিস একটি অটোইমিউন রোগ। এই রোগে আক্রান্ত হয় দেহের পেশিতন্ত্র। ঘাড় ও হাত পায়ের ওপরের দিকের মাসল আক্রান্ত হয় এই রোগে। পেশিতে তীব্র যন্ত্রণা, ফোলা ভাব হয় এই রোগে। আমেরিকায় গিয়ে তিনি এই রোগের চিকিৎসা করান। এর পর দক্ষিণ কোরিয়া যাবেন চিকিৎসা করাতে। তেলগু এবং বলিউড ইন্ডাস্ট্রি সামান্থার সুস্থতা কামনা করছে। বলিউডের ছবি সিটাডেলের কাজ শেষে চিকিৎসার জন্য এখন বিরতিতে সামান্থা। ওষুধ ও চিকিৎসার কারণে লুকও পরিবর্তন হয়েছে সামান্থার।