Priyanka Chopra: ‘ইন্ডিয়ান ফিল্মে বুক ও নিতম্ব নাচন হয়’ – প্রিয়াঙ্কা
ভারতীয় ছবিতে নাচের দৃশ্যে নাকি কেবল নায়িকার বুক ও নিতম্বের উদ্দাম নাচন চলে। বক্তার নাম পিগি চপস, প্রিয়াঙ্কা চোপড়া।
ভারতীয় ছবিতে নাচের দৃশ্যে নাকি কেবল নায়িকার বুক ও নিতম্বের উদ্দাম নাচন চলে। বক্তার নাম পিগি চপস, প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৬র একটি অনুষ্ঠানের রেড কার্পেটে এক চ্যানেলের সঞ্চালিকার প্রশ্নের উত্তরে এসব বলেন প্রিয়াঙ্কা। এমনকি ব্যাঙ্গের ছলে তিনি সেই নাচের স্টেপ করেও দেখান। গরজে ওঠেন ভারতীয় সিনেমা অনুরাগীরা। বিদেশের মাটিতে দেশের সিনেমাকে অসম্মান করেন কোন সাহসে। যে ইন্ডাস্ট্রি থেকে তাঁর উত্থান তাকে কেন অপমান করলেন প্রিয়াঙ্কা? নিক জোনসকে বিয়ের পর থেকে বিদেশে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রিয়াঙ্কা। তৈরি করেছিলেন নিজের রেস্তোরাঁ। বিভিন্ন রেড কার্পেটে হাজির হন প্রিয়াঙ্কা। তবে এই অবমাননার জেরে কোণঠাসাও হন অভিনেত্রী। তবে এর কোনও সাফাই দেননি তখন প্রিয়াঙ্কা। পুরনো সেই ক্লিপ মাঝেমাঝেই ফিরে আসে সোশাল মিডিয়ায়। শোনা যায় এসব বেফাঁস মন্তব্যের জন্যই বলিউডে কাজ পান না প্রিয়াঙ্কা। সম্প্রতি তিনি সরে গেছেন ‘জি লে জারা’ ছবি থেকে।