Paris Robbery Viral Footage: মেয়ে সেজে অভিনব ডাকাতি
২০০৮ এর বড়দিনের সময়ে প্যারিসে এক বিশাল ডাকাতি হয়। উৎসবের মধ্যে প্রকাশ্য দিবালোকে হাড় হিম করা ডাকাতি। হ্যারি উইনস্টন গয়নার দোকানে ৪,০০০ কোটি টাকায় গয়না লুঠ হয়। পরনে মিনি স্কার্ট, পায়ে হাই হিল আর সোনালি চুলের তরুণীদের ছবি ধরা পড়ে সিসি ক্যামেরায়।
২০০৮ এর বড়দিনের সময়ে প্যারিসে এক বিশাল ডাকাতি হয়। উৎসবের মধ্যে প্রকাশ্য দিবালোকে হাড় হিম করা ডাকাতি। হ্যারি উইনস্টন গয়নার দোকানে ৪,০০০ কোটি টাকায় গয়না লুঠ হয়। পরনে মিনি স্কার্ট, পায়ে হাই হিল আর সোনালি চুলের তরুণীদের ছবি ধরা পড়ে সিসি ক্যামেরায়। তারা গয়না দেখার ফাঁকে বন্দুক উঁচিয়ে ডাকাতি করে।
প্রাথমিকভাবে সবাই ভেবেছিল কুখ্যাত ‘পিঙ্ক প্যান্থার’ দলের কাজ এই ডাকাতি। পরে জানা যায় এই ঘটনায় হাত নেই পিঙ্ক প্যান্থারের। তারপর থেকে চলছিল এই ডাকাতির ঘটনার অনুসন্ধান। ওই দোকানের নিরাপত্তা রক্ষীদের জেরা করে প্যারিস পুলিশ। পুলিশের সন্দেহ হয় নিরাপত্তা রক্ষীরা জড়িত এই ডাকাতিতে। তাদের জেরার পরে পুলিশের ফাঁদে পা দেয় ২৫ জন ডাকাত। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে যোগ সাজশে হয় এই ডাকাতি। ১ লক্ষ টাকার জামাকাপড় কিনে ছদ্মবেশ ধারণ করে ডাকাতরা। কেনা হয় পরচুলা ও হাই হিল।