Russia-USA Bio War: এবার কি রুশ মার্কিন জৈব যুদ্ধ?

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Jul 09, 2023 | 4:53 PM

রাশিয়ায় হামালা চালাতে আমেরিকা তৈরি করছে জেনেটিক মডিফায়েড মশা। ক্রেমলিনের দাবি, এই বিষয়ে প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। মশার জিন মডিফাই করে তাতে প্রাণঘাতী ভাইরাস ভরে রাশিয়ায় ছেড়ে দেবে আমেরিকা। সেই জৈব মারণাস্ত্রের হামলায় চরম বিধ্বস্ত হবে রাশিয়া। এমনই মত রুশ সাংসদ ও নিরাপত্তার সাংসদীয় কমিটির প্রধান ইরিনা ইয়ারোভায়ার।

রাশিয়ায় হামালা চালাতে আমেরিকা তৈরি করছে জেনেটিক মডিফায়েড মশা। ক্রেমলিনের দাবি, এই বিষয়ে প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। মশার জিন মডিফাই করে তাতে প্রাণঘাতী ভাইরাস ভরে রাশিয়ায় ছেড়ে দেবে আমেরিকা। সেই জৈব মারণাস্ত্রের হামলায় চরম বিধ্বস্ত হবে রাশিয়া। এমনই মত রুশ সাংসদ ও নিরাপত্তার সাংসদীয় কমিটির প্রধান ইরিনা ইয়ারোভায়ার। ইরিনা ইয়ারোভায়া বলছেন গোপনে গবেষণা করেছে আমেরিকা। প্রাণঘাতী ভাইরাসের হামলায় রুশ নাগরিকদের বিধ্বস্ত করতে কৌশল নিয়েছে পেন্টাগন। ইরিনা ইয়ারোভায়া বলছেন ‘অ্যালায়েড ইন্সেক্টস’ প্রকল্পে গোপনে এসব চলছে। এক ভিডিয়োয় ইয়ারোভায়া বলেন জৈব সন্ত্রাসের মোকাবিলায় কমিশন গঠন হয়েছে। দেশের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এরপরই সোশাল মিডিয়ায় মারাত্মক উপহাসের মুখে পড়েছে রুশ প্রশাসন। কেউ বলছে রাশিয়া মিম বানানোর দেশ। আবার কেউ বলছে ইউক্রেনের লড়াকু মশারা ফিরেছে। কেউ আবার বলছে শুধু একটি দেশের মানুষকে কামড়াবে এমন মশা বানানো অসম্ভব। এদিকে ম্যালেরিয়া আর ডেঙ্গির মশার হানায় এখন জেরবার আমেরিকা।