Loading video

Sensex, Nifty Surge: দারুণ লাফ, একদিনেই মগডালে ভারতের শেয়ার বাজার!

Mar 18, 2025 | 10:33 PM

Nifty 50, Sensex: আজ ৩২৫ পয়েন্ট বেড়েছে ভারতের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। ১,১৩১ পয়েন্ট বেড়েছে ভারতের আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স।

আজ ১৮ মার্চ, ৩২৫ পয়েন্ট বেড়েছে ভারতের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। ১,১৩১ পয়েন্ট বেড়েছে ভারতের আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স। ৯৬০ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্ক। ৪৮২ পয়েন্ট বেড়েছে নিফটি আইটি। ১,১৯৭ পয়েন্ট বেড়েছে বিএসই স্মলক্যাপ সূচক। বিএসই ব্যাঙ্কেক্স বেড়েছে ১,১০৩ পয়েন্ট। ১,৫৬৪ পয়েন্ট বেড়েছে নিফটি নেক্সট ৫০ সূচকও।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।