Bhangar Chaos: শীতের মধ্যেই তুমুল উত্তপ্ত ভাঙড়, দেখুন কীভাবে আরাবুলের ছেলের উপর হামলা?

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 04, 2026 | 3:57 PM

South 24 pargana: দু’পক্ষের মধ্যে ব্যাপক মারামারি, ধস্তাধস্তি হয়। ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বাড়িতে হামলার ঘটনার পরই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। আক্রান্ত নেতার বাড়ির সামনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

ভোট এল না তার আগেই পারদ চড়ছে ভাঙড়ে। আরাবুল ইসলাম-কাইজার আহমেদ বনাম শওকত মোল্লার লড়াইয়ে তুলকালাম বেধেছে। আরাবুলের পুত্র হাকিবুলের গাড়িতে হামলার অভিযোগ। দু’পক্ষের মধ্যে ব্যাপক মারামারি, ধস্তাধস্তি হয়। ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বাড়িতে হামলার ঘটনার পরই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। আক্রান্ত নেতার বাড়ির সামনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।