Indian Cricketers: ক্রিকেট কাব্যের উপেক্ষিতরা

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 02, 2023 | 5:36 PM

যুবরাজ সিং টেস্ট ৪০টি। একদিনের ম্যাচ ৩০৪টি। আন্তর্জাতিক টি-২০ -৫৮টি। ২০০৭ টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সহ অধিনায়ক। হরভজন সিং টেস্ট ১০৩টি। একদিনের ম্যাচ ২৩৬টি। আন্তর্জাতিক টি-২০- ২৮টি। ২ বার বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য। রবিচন্দ্রন অশ্বিন টিম ইন্ডিয়ার সেরা অফস্পিনার। এখনও খেলছেন টিম ইন্ডিয়ার টেস্ট স্পেশালিষ্ট।

যুবরাজ সিং টেস্ট ৪০টি। একদিনের ম্যাচ ৩০৪টি। আন্তর্জাতিক টি-২০ -৫৮টি। ২০০৭ টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সহ অধিনায়ক। হরভজন সিং টেস্ট ১০৩টি। একদিনের ম্যাচ ২৩৬টি। আন্তর্জাতিক টি-২০- ২৮টি। ২ বার বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য। রবিচন্দ্রন অশ্বিন টিম ইন্ডিয়ার সেরা অফস্পিনার। এখনও খেলছেন টিম ইন্ডিয়ার টেস্ট স্পেশালিষ্ট। তবুও এঁরা ৩জন কখনও ভারতীয় দলের অধিনায়ক হননি। কিংবদন্তী হরভজন সিং দলের প্রয়োজনে বারেবারে ঝলসে উঠেছেন। গুরুত্বপূর্ণ ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলেন যুবরাজ। রবিচন্দ্রন অশ্বিনও টিম ইন্ডিয়াকে জেতাতে একাধিকবার নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন। তবুও এঁরা কেউই ম্যান ইন ব্লুর ক্যাপ্টেন হতে পারেননি। ২০০৭ এ যুবির অধিনায়ক হবার প্রত্যাশা ছিল। কিন্তু নির্বাচকরা তার বদলে অধিনায়ক করেন মহেন্দ্র সিং ধোনিকে। যুবরাজ স্তম্ভিত হয়ে যান এই সিদ্ধান্তে। এই ৩ জন ক্রিকেটারের মধ্যে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সব রসদই মজুত ছিল। কোনও এক অজ্ঞাত কারণে তাঁরা ভারতীয় ক্রিকেটের মহাকাব্যে উপেক্ষিতই থেকে যান।

Benefits Of Jaggery: এই মিষ্টিতে বাড়বে ইমিউনিটি​!
Sourav Ganguly Biopic: রণবীর কাপুর নন, সৌরভের বায়োপিকে কে?
Benefits Of Jaggery: এই মিষ্টিতে বাড়বে ইমিউনিটি​!
Sourav Ganguly Biopic: রণবীর কাপুর নন, সৌরভের বায়োপিকে কে?