৭২ ঘণ্টা সময় দিয়েছেন শুভেন্দু… না হলে কোন পথে?

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 10, 2026 | 5:45 PM

Mamata-Suvendu: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দত্তক সন্তান বলেও নিশানা করেছেন। যা অপমানজনক বলেই মত শুভেন্দু অধিকারীর আইনজীবীর। জানানো হয়েছে, ৭২ ঘণ্টার মধ্যে প্রমাণ না দিতে পারলে মানহানি অভিযোগে আইনি পথে ব্যবস্থা নেবেন শুভেন্দু অধিকারী।

“ওরা বলছে কয়লার টাকা! কে খায়? অমিত শাহ খায়। গদ্দারের মাধ্যমে টাকা দেওয়া হয়। সাথে আছে জগন্নাথ। পুরীর জগন্নাথ নয়। জগন্নাথের সরকার। ওঁর মাধ্যম দিয়ে টাকা যায় শুভেন্দুর কাছে। তারপর সেই টাকা অমিত শাহের কাছে যায়।”  মমতা বন্দ্য়োপাধ্যায়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই প্রমাণ চেয়ে চিঠি পাঠিয়েছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দত্তক সন্তান বলেও নিশানা করেছেন। যা অপমানজনক বলেই মত শুভেন্দু অধিকারীর আইনজীবীর। জানানো হয়েছে, ৭২ ঘণ্টার মধ্যে প্রমাণ না দিতে পারলে মানহানি অভিযোগে আইনি পথে ব্যবস্থা নেবেন শুভেন্দু অধিকারী।