Hoysala Temple: ইউনেস্কোর হেরিটেজ বেলুরের মন্দির!
শান্তিনিকেতনের পর এবার ইউনেস্কো হেরিটেজের তকমা পেল হোয়সালা মন্দির। কর্ণাটকের এই মন্দির ৪২তম ইউনেস্কো হেরিটেজ সাইটে হল। মহীশূর থেকে ১৫০ কিমি দূরে হোয়সালা মন্দির। বহু পর্যটক হোয়সালায় আসেন।
শান্তিনিকেতনের পর এবার ইউনেস্কো হেরিটেজের তকমা পেল হোয়সালা মন্দির। কর্ণাটকের এই মন্দির ৪২তম ইউনেস্কো হেরিটেজ সাইটে হল। মহীশূর থেকে ১৫০ কিমি দূরে হোয়সালা মন্দির। বহু পর্যটক হোয়সালায় আসেন। এখনকার স্থাপত্য ও ভাস্কর্য খুবই সুন্দর। এখানে রয়েছে হালেবিদ,বেলুর ও সোমনাথপুরার মন্দির।
হোয়সালা মন্দিরের আরাধ্য দেবতা শিব। মন্দিরটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ১২৬৮ সোমনাথপুরার চেন্নাকেসাভ তৈরি হয় ৩য় নরসিংহের তত্ত্বাবধানে। কেশব মন্দির নির্মান করান বিষ্ণুবর্ধন। এখানে খোদাই করা দেবতা ও দেবীর মূর্তি। হোয়সালেশ্বর মন্দিরে হিন্দু দেবতা ও ঋষিদের জীবনযাত্রার ছবি খোদিত। মন্দিরের বাইরের দেওয়ালে রামায়ণ ও মহাভারত চিত্রায়িত করা আছে। সৌন্দর্য ও কারুকার্যের জন্য এই মন্দির পর্যকদের খুবই পছন্দের।