Bhutan Traffic Signal: ট্র্যাফিক সিগনাল নেই, তবু হয় না দুর্ঘটনা

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 07, 2023 | 5:59 PM

কোনও গাড়ি ওভারটেক করে না অন্য গাড়িকে। রাস্তায় হাত দেখিয়ে কোনও পথচারী রাস্তা পার হতে থামায় না চলন্ত গাড়িকে। সারা দেশে নেই কোনও ট্র্যাফিক সিগনাল। তবুও এখানে হয় না কোনও দুর্ঘটনা। এই দেশে নেই যানজটও।

কোনও গাড়ি ওভারটেক করে না অন্য গাড়িকে। রাস্তায় হাত দেখিয়ে কোনও পথচারী রাস্তা পার হতে থামায় না চলন্ত গাড়িকে। সারা দেশে নেই কোনও ট্র্যাফিক সিগনাল। তবুও এখানে হয় না কোনও দুর্ঘটনা। এই দেশে নেই যানজটও। এমন কখনও শুনেছেন? কি অবাক লাগছে তো ? অবাক লাগলেও কথাটা সত্যি।

আমাদের প্রতিবেশী দেশ ভুটানে নেই কোনও ট্র্যাফিক সিগনাল। এখানকার সড়ক পরিবহনের পরিকাঠামো খুবই উন্নত। সেই কারণে রাস্তায় যানজট হয় না। মোড়ে মোড়ে থাকেন ট্র্যাফিক পুলিশ। তাঁরা ট্র্যাফিক নিয়ন্ত্রণ করেন। জেব্রা ক্রসিংয়ে,গাড়ি থামান চালকরা। পথচারীরা খুব সহজেই রাস্তা পারাপার করতে পারেন। এখানে যানবাহনের সংখ্যা কম। তাই দূষণও খুব কম। এখানে কার্বন নিঃসরণের পরিমাণ কম। ভুটানের রাস্তায় পশুরা নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারে।