Expensive Crab Dish: ৫৬ হাজারের একটি কাঁকড়া
জুনকো শিনবা নামে এক জাপানি পর্যটক সিঙ্গাপুরের প্যারাডাইস রেস্তোরাঁয় যান। সেখানে তিনি কাঁকড়ার একটি পদ অর্ডার করেন। আর তাতেই তিনি বিড়ম্বনায় পড়েন। চিলি ক্র্যাব খেয়ে বিল মেটানোর সময়ে তিনি আঁতকে ওঠেন। প্রায় ৫৬,৫০৩ টাকার বিল হয়। তাঁকে সেই টাকা মেটাতে বলেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ।
জুনকো শিনবা নামে এক জাপানি পর্যটক সিঙ্গাপুরের প্যারাডাইস রেস্তোরাঁয় যান। সেখানে তিনি কাঁকড়ার একটি পদ অর্ডার করেন। আর তাতেই তিনি বিড়ম্বনায় পড়েন। চিলি ক্র্যাব খেয়ে বিল মেটানোর সময়ে তিনি আঁতকে ওঠেন। প্রায় ৫৬,৫০৩ টাকার বিল হয়। তাঁকে সেই টাকা মেটাতে বলেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ। তখন শিনবা পুলিশকে ফোন করেন। খাবারের বিল দেখে পুলিশও অবাক হয়ে যায়।
জাপানি পর্যটকের দাবি,রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাঁকে সঠিক দাম বলেননি। এমনকি কাঁকড়াটির ওজনও জানানো হয়নি তাঁকে। এরপর পুলিশের সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষের আলোচনা হয়। রেস্তোরাঁ কর্তৃপক্ষ অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ অস্বীকার করে। বিলের ওপর বেশ কিছু ছাড় দেওয়া হয়। তখন শিনবা বিল মিটিয়ে দেন। সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ডকে ঘটনাটি জানান এই পর্যটক।