Kurmi Protest: কুড়মিরা আটকালো তৃণমূলকে
তৃণমূল কংগ্রেসের নেতারা ঝাড়গ্রামের দুথকুন্ডি গ্রাম পঞ্চায়েতের বড়গহিরা গ্রামে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা টাঙাতে গিয়েছিল। ওই গ্রামে বেশির ভাগ কুড়মি সম্প্রদায় এর মানুষের বসবাস।
তৃণমূল কংগ্রেসের নেতারা ঝাড়গ্রামের দুথকুন্ডি গ্রাম পঞ্চায়েতের বড়গহিরা গ্রামে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা টাঙাতে গিয়েছিল। ওই গ্রামে বেশির ভাগ কুড়মি সম্প্রদায় এর মানুষের বসবাস। ওই গ্রামে তৃণমূল এর কর্মীরা যখন দলীয় পতাকা লাগাচ্ছিল কুড়মি সমজের মহিলারা তার বিরোধিতা করে। এবং তাদেরকে বলে কোন রাজনৈতিক দলের প্রচার আমরা করতে দেব না আমাদের গ্রামে। আগে এসটি পরে ভোট। আমার দেওয়াল আমারই থাক এই কর্মসূচি নিয়েছে কুড়মি সম্প্রদায়ের মানুষজন তাই কোন রাজনৈতিক দলের প্রচার করতে না দেওয়ার কথা তারা বলে। এবং ওই নেতাদের কে গ্রাম থেকে বের করে দেয়। যার ফলে তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা ওই গ্রামে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ডাঙ্গাতে পারেনি। সেই সঙ্গে গ্রামবাসীদের সঙ্গে তাদের কথা কাটা কাটি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মানিকপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কুড়মি মহিলাদের একটাই ক্ষোভ যারা তৃণমূল এর প্রচার করতে এসেছে তাদের অধিকাংশ কুড়মি সমাজের । গ্রাম এর মহিলারা তাদের কে প্রশ্ন করে যে রাজেশ মাহাত সমাজ এর জন্য আন্দোলন করতে গিয়ে জেলে বন্দী আর ওরা মাহাত হয়ে তৃণমূল এর প্রচার করছে লজ্জা থাকা দরকার।।এবং গ্রাম এর মহিলারা এও বলে যে অবিলম্বে রাজেশ মাহাত কে নিঃসর্তে মুক্তি দিতে হবে। এই ঘটনা কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়ে। কুরমি সমাজের মানুষজনের বাধায় ওই গ্রাম থেকে পালিয়ে যায় তৃণমূলের নেতারা।