সালিশিসভায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, বিজেপির সজল বললেন…
মালদহে সালিশিসভায় রক্তারক্তি। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। সালিশি সভাতেই কুপিয়ে খুন করা হল এক তৃণমূল কর্মীকে। ঘটনায় আহত হন আরও কয়েকজন তৃণমূল কর্মী। পরে আরও একজনের মৃত্যু হয়। মালদহের কালিয়াচক থানার রাজনগর মডেল এলাকার ঘটনা। জানা গিয়েছে, চাষের জমি দিয়ে গাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে গন্ডগোল হয়। সমাধানে এলাকায় বসে সালিশিসভা। আর সেই সভায় কুপিয়ে খুন করা হয় একরামুল শেখ নামে এক তৃণমূল কর্মীকে। পরে আরও একজনের মৃত্যু হয়। ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রাজ্যের শাসকদলকে কটাক্ষ করেন বিজেপি নেতা সজল ঘোষও। বলেন, "আমরা মরলে মালা-টালা পাই। আমাদের কর্মীদের মৃত্যু হলে মালা দেওয়া হয়। সম্মান দেওয়া হয়। আর ওদের মৃত্যু হলে সমাজবিরোধী আখ্যা দেয়।"
মালদহে সালিশিসভায় রক্তারক্তি। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। সালিশি সভাতেই কুপিয়ে খুন করা হল এক তৃণমূল কর্মীকে। ঘটনায় আহত হন আরও কয়েকজন তৃণমূল কর্মী। পরে আরও একজনের মৃত্যু হয়। মালদহের কালিয়াচক থানার রাজনগর মডেল এলাকার ঘটনা। জানা গিয়েছে, চাষের জমি দিয়ে গাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে গন্ডগোল হয়। সমাধানে এলাকায় বসে সালিশিসভা। আর সেই সভায় কুপিয়ে খুন করা হয় একরামুল শেখ নামে এক তৃণমূল কর্মীকে। পরে আরও একজনের মৃত্যু হয়। ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রাজ্যের শাসকদলকে কটাক্ষ করেন বিজেপি নেতা সজল ঘোষও। বলেন, “আমরা মরলে মালা-টালা পাই। আমাদের কর্মীদের মৃত্যু হলে মালা দেওয়া হয়। সম্মান দেওয়া হয়। আর ওদের মৃত্যু হলে সমাজবিরোধী আখ্যা দেয়।”