Nicolás Maduro: মাদুরোর ছবি দেখে হতবাক বিশ্ববাসী

|

Jan 05, 2026 | 12:16 AM

Nicolás Maduro Captured in USA: রবিবার মধ্যরাত থেকেই মাদুরোর একাধিক ছবি পোস্ট করতে শুরু করে ট্রাম্প। যার মধ্য়ে একটি ছবিতে দেখা যায়, কোনও একটি বিমানবন্দরে নামানো হয়েছে মাদুরোকে। তাঁকে ঘিরে পুলিশের ভিড়। তাঁরা চেপে ধরে রেখেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে।

ওয়াশিংটন: শুক্রবার মধ্যরাতে হামলা। রাত বাড়তেই ডোনাল্ড ট্রাম্প বললেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকা পাকড়াও করেছে। নিজের সমাজমাধ্যমে সেই তথ্য তুলে ধরলেন তিনি। তবে একা মাদুরো নয়, মধ্যরাতে হামলা চালিয়ে তাঁর স্ত্রী সিলিয়া ফোর্সকেও আটক করেছে মার্কিন সেনা। তারপর থেকেই উত্তাল আন্তর্জাতিক রাজনীতি।

রবিবার মধ্যরাত থেকেই মাদুরোর একাধিক ছবি পোস্ট করতে শুরু করে ট্রাম্প। যার মধ্য়ে একটি ছবিতে দেখা যায়, কোনও একটি বিমানবন্দরে নামানো হয়েছে মাদুরোকে। তাঁকে ঘিরে পুলিশের ভিড়। তাঁরা চেপে ধরে রেখেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে।