‘বৌমা Celeb ও শাশুড়ির গপ্পো’- EPISODE 2
শ্বশুরবাড়িতে ত্বরিতাকে নিজের মতো করে কাজ করার সুযোগ দেন ঝিমলি। আবার সময় পেলেই ইন্ডাস্ট্রির গসিপ চলে শাশুড়ি-বৌমার মধ্যে।
অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায় এবং তাঁর শাশুড়ি মা ঝিমলি বন্দ্যোপাধ্যায়। তাঁদের কেমিস্ট্রিটা কেমন? ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী’-র মুডে কি থাকেন সব সময়? নাকি শাশুড়ি-বৌমার মধ্যে কোনও মিলও রয়েছে? তাঁদের অন্দরে পৌঁছে গিয়েছিল TV9 বাংলা। ‘বৌমা Celeb ও শাশুড়ির গপ্পো’-এ আজকের অতিথি ত্বরিতা এবং ঝিমলি।
শ্বশুরবাড়িতে ত্বরিতাকে নিজের মতো করে কাজ করার সুযোগ দেন ঝিমলি। আবার সময় পেলেই ইন্ডাস্ট্রির গসিপ চলে শাশুড়ি-বৌমার মধ্যে। সে সব গসিপে অনেক সময় ছেলেও এন্ট্রি পায় না। আর কী কী বললেন তাঁরা?
Latest Videos